উচ্চমাধ্যমিক পাশে জেলা ভিত্তিক হসপিটালে কর্মী নিয়োগ, জানুন Details
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের ২২টি জেলার ছেলে-মেয়েদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তির Memo No: CMOH/Samiti/225 এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো ০৫/০৬/২০২৩।
আবেদন পর্ব জুনের ১৯ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে আর আবেদন পর্বটি চলবে জুনের ৩০ তারিখ পর্যন্ত।
আবেদন করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in/purulia.gov.in তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
written test, computer test এবং interview এই তিনটি ধাপের মাধ্যমে পার্থীকে সিলেকশন করা হবে।
সিলেকশনের জন্য পার্থীর Academic qualification, written test, computer test এবং interview তে প্রাপ্ত নাম্বার এর উপর ভিত্তি করে সিলেকশন করা হবে।
যোগ্য প্রার্থীদের পুরুলিয়া জেলার জেলা হাসপাতালে পোস্টিং হবে।
কারা যোগ্য তা জানতে wbhealth.gov.in এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটির নোটিশটির Details পড়ুন।