Register Marriage Rules: বিয়ে রেজিস্ট্রির নিয়মে বড় পরিবর্তন
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে বিয়ে রেজিস্ট্রির নিয়মের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনতে চলেছে।
বর্তমানে Marriage Rules অনুসারে বিয়ের একদিন পরে বিবাহিত যুগল রেজিস্ট্রি করতে পারে, আর সামাজিক বিয়ে থেকে রেজিস্ট্রি বিয়ের প্রসেস কমপ্লিট হতে সময় লাগে মোট ৮ দিন।
নতুন নিয়ম অনুসারে বিবাহিত যুগলরা বিয়ের একদিন পরে বিয়ের রেজিস্ট্রি করলে তার প্রসেস কমপ্লিট হতে সময় লাগবে মাত্র একদিন।
এই নিয়মটি ভারতের কেন্দ্রশাসিত রাজ্য দিল্লিতে চালু ছিল যার লাভ এখন পশ্চিমবঙ্গ বাসি পেতে চলেছে।
পশ্চিমবঙ্গের এই নতুন আইন নিয়ে খসড়া তৈরি হয়ে গেছে, মন্ত্রিসভার অনুমোদন পেলে তা পুরোপুরি আইনে পরিণত হবে।
এই আইনটি চালু হয়েগেলে কাজের সূত্রে যারা বিদেশ বা ভিন রাজ্যে থাকেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে।
সূত্রের খবর আগামী বছর থেকে পশ্চিমবঙ্গে এই Register Marriage Rules এর নতুন আইন কার্যকর হবে।