সাবধান! Pan Aadhaar Link নেই, আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে?
হাতে মাত্র আর কয়েকটি দিন ৩০ শে জুন শেষ হয়ে যাচ্ছে pan aadhaar link এর সময়সীমা।
সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত প্যান আধার লিঙ্ক এর বিষয়ে নতুন কোনো নোটিশ প্রকাশিত হয়নি, যে এর সময়সীমা বা জরিমানা বাড়ানো হবে কিনা।
তবে pan card এর সঙ্গে aadhaar card এর link না করা থাকলে আপনাকে বেশ কিছু সমস্যায় ভুগদে হতে পারে।
যারা নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা এই লিঙ্ক ছাড়া আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
নতুন করে ফিক্সড ডিপোজিড করতে গেলে আপনাকে aadhaar pan link অবশ্যয় করে আসতে হবে।
এককালীন বেশি টাকা লেনদেন করতে গেলে আপনার pan card বাধ্যতামূলক তাই pan aadhaar link না থাকলে ৩০ শে জুনের পর বেশি টাকা লেনদেন বন্ধ হয়ে যাবে।
আর যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন বা মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন তাদের জন্য প্যান বাধ্যতামূলক।
উপরে উল্লেখিত এই সমস্ত সমস্যা এড়াতে এখনি pan aadhaar link করে নিন।