WB PM Kisan: সুখবর! কৃষকরা এই মাসে পেতে চলেছেন পিএম কিষানের ২০০০ টাকা?
এই মাসে পিএম কিষানের ১৪তম কিস্তির টাকা পেতে চলেছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ।
PM Kisan এর সাহায্য প্রাপ্ত কৃষকরা তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা পেয়ে থাকেন।
এই টাকা কৃষকরা সরাসরি তাদের kyc update করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন।
বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহের যেকোন সময় ঢুকতে পারে PM Kisan yojana এর টাকা।
বর্ষার প্রাক্কালে ঠিক টাকা দেবার প্রধান কারণ হল যাতে কৃষকরা বর্ষার খারিফ শস্য চাষ করতে পারে।
প্রসঙ্গত এটাও জানিয়ে রাখি পিএম কিষানের ১৪তম কিস্তিতে বেশিরভাগ কৃষক 2000 টাকার বদলে ৪০০০ টাকা পেতে চলেছেন।
পিএম কিষান যোজনার ১৩ তম কিস্তির টাকা যে সমস্ত কৃষকরা পাননি তারা ১৩ এবং ১৪ তম কিস্তির টাকা একসঙ্গে মোট ৪০০০ টাকা পাবেন।
১৪ তম কিস্তিতে আপনার নাম আছে কিনা তা জানার জন্য আপনারা পিএম কিষান যোজনার সরকারি ওয়েবসাইটে (pmkisan.gov.in) গিয়ে সরাসরি দেখতে পারেন।
pm kisan list তে যাদের নাম নেই তারা pmkisan.gov.in ওয়েবসাইটে তাদের নাম নতুন করে নথিভুক্ত করতে পারেন।