সরকারি কর্মীদের বর্ধিত ডিএ ১ জুলাই থেকে কার্যকর হবে, জানুন কত?
এআইসিপিআই তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে সরকারি কর্মীদের যে ডিএ বাড়তে চলেছে তা ১ জুলাই থেকে কার্যকর হবে।
সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা যতটা পাওয়ার দাবি করেছিল ঠিক ততটা নাও বাড়তে পারে এবারের এই মহার্ঘ ভাতা।
এখানে বলে রাখি গত এপ্রিল মাসেই অবসরপ্রাপ্তদের ডিআর বাড়ানো হয়েছিল।
আর গত বারে ডিএ এক লাফে চার শতাংশ বেড়ে ছিল। যার ফলে বর্তমান ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা ।
তবে আগের বাড়ের মতো এবারে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ছে না, তার পরিবর্তে ৩ শতাংশ বাড়বে।
বর্তমানে সরকারি কর্মচারীরদের ৪২ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে যা বেড়ে ৪৫ শতাংশ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
তাই আগের মতো মহার্ঘ ভাতা ৪ শতাংশ নয় বরং ৩ শতাংশ নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে সরকারি কর্মচারীরদের।