7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য কড়া নিয়ম!
বিভিন্ন সূত্র মারফত সকারের কাছে অভিযোগ আসে যে সরকারি কর্মচারীরা বেনিয়মে নানান সংস্থার কাজ থেকে পুরস্কার বা উপঢৌকন নিয়ে থাকেন।
অনেক সময় সরকারি কর্মচারীরা কোনো প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থার কাছ থেকে পুরস্কার নিয়েছেন, পরবর্তীকালে জানা যায় সেই প্রতিষ্ঠানটি কোনো প্রতারণার সঙ্গে যুক্ত।
এই কারণে সরকারি কর্মচারীরা বিভিন্ন দুর্নীতিতে যুক্ত হয়ে পরে এবং যে কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় ।
কেন্দ্রের কর্মিবর্গ দফতর থেকে তাই কেন্দ্রসরকারি কর্মচারীদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে,
7th Pay Commission এর সুবিধা পায় এমন কর্মচারী কোনো প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থার কাছ থেকে কোনো রকম পুরস্কার বা উপঢৌকন নিতে গেলে তা সরকারকে জানাতে হবে।
যদি সরকার কর্তৃক অনুমতি পায় তবে ওই পুরস্কার বা উপঢৌকনটি সে সরকারি কর্মচারীটি গ্রহণ করতে পারবে।
আর যদি কেন্দ্রসরকারি কোনো কর্মচারীর পোস্টিং কোনো রাজ্যে থাকে তাহলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের সচিবের কাজ থেকে অনুমতি নেবেন,
এবং সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের সচিব অনুমতি নেবেন কেবিনেট সচিবের কাছ থেকে তবে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থার গায়ে কোন রকম দুর্নীতির দাগ না থেকে।
এই সমস্ত নিয়ম কেন্দ্রসরকারি কর্মচারী না মানলে পরবর্তীকালে তাকে কঠিন শাস্তির সম্মুখীনে পড়তে হতে পারে।