Airtel Recharge: Airtel-এর এক বছরের সস্তা প্ল্যানে হার মানবে Jio-Vi-র!
বর্তমানে ভারতে জনপ্রিয় টেলিকম সংস্থা Jio আর তার পরে স্থান রয়েছে Airtel।
Jio মতো Airtel-ও বাজারে 5G পরিষেবা নিয়ে হাজির হয়েছে।
কম্পিটিশন মার্কেটে টিকে থাকতে Airtel টেলিকম সংস্থাটি বেশ কিছু বাৎসরিক প্ল্যান নিয়ে এসেছে।
365 দিনের এই প্ল্যানটির জন্য ব্যবহারকারীকে 1799 টাকার Airtel recharge plan দিয়ে recharge করতে হবে।
এই প্ল্যানটিতে ব্যবহারকারী বাৎসরিক আনলিমিটেড ভয়েস কল সহ মোট 3600 টি SMS আর 24 GB ডেটা পাবেন।
ডেটা লিমিট শেষ হলে প্রয়োজনে data Voucher recharge করে আবার পুনরায় ডেটা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে প্রতি MB data-র জন্য 50 পয়সা করে খরচ করতে হবে।
এই recharge plan ছাড়া 1 বছরের জন্য আপনারা 2999 এবং 3359 টাকার প্ল্যানটি ব্যবহার করতে পারেন।
এই recharge plan-নে গ্রাহকরা যথাক্রমে প্রতিদিন 2 GB এবং 2.5 GB করে ডেটা পাবে।