উচ্চ মাধ্যমিক পাশে বাংলা সহায়তা কেন্দ্রতে নিয়োগ, কারা আবেদন করতে পারবে ?
পশ্চিমবঙ্গ সরকার বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
যেখানে উল্লেখ আছে মোট ২৯২২টি ডাটা এন্ট্রি অপারেট নিয়োগ করা হবে।
এই পদের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ এবং বেসিক কম্পিউটারের এর নলেজ থাকতে হবে।
প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।
বাংলা সহায়তা কেন্দ্রর অফিসিয়াল ওয়েবসাইট bsk.wb.gov.in গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
পরীক্ষায় written তে থাকবে MCQ 100 নম্বরের এছাড়া রয়েছে computer -এর দক্ষতার পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে আবেদনের শুরু ও শেষের তারিখ উল্লেখ করা হয়নি।