Chandrayaan-3: রহস্যে মোড়া চাঁদের কোন প্রশ্নের উত্তর খুঁজবে?
সবকিছু ঠিক থাকলে Chandrayaan-3 ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।
ভারতের এই চন্দ্রযান ৪.৫ বিলিয়নের বেশি বছর আগে মঙ্গল গ্রহ ও পৃথীর সংঘর্ষে সৃষ্টি চাঁদ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর অন্নেষন করবে।
চাঁদের মাটিতে কি জল আছে।
আমার চাঁদের যে অংশটা দেখতে পায়না তার রহস্য ভেদ করা।
মাঝে মাঝে চাঁদে যে আলোর ঝলকানি দেখতে পাওয়া যায় তার আসল রহস্য কি?
চাঁদের ভূমিকম্পের আসল রহস্য কি?
চাঁদে ছোট বড় গহ্বরগুলির সৃষ্টির রহস্য।
চাঁদের চৌম্বকীয় শক্তি সম্পর্কে রিসার্চ করা।