সুমুখ: তার মুখের দীপ্তির কারণে এই নাম।
একদন্ত: পরশুরামের সঙ্গে যুদ্ধে তার একটি দাঁত ভেঙে যায়।
কপিল: গোরুর নাম অনুসারে তার এই নাম কারণ।
গজকর্ণ: তার এমনিতে হাতির মুখ রয়েছে, এছাড়া তিনি সকলের কথা শোনেন বলে এই নাম।
লম্বোদর: অন্যের খারাব কথাকে নিজের মধ্যে সমাহিত করতে পারেন।
বিকট: তিনি অন্যায়কারীদের কাছে ভয়ঙ্কর হবার কারণে তার এই নাম করণ।
বিঘ্ননাশক: ভক্তদের বাধা এবং বিঘ্নের নাশ করেন।
বিনায়ক: তার আশীর্বাদ থাকলে মানুষ ধন ধান্যে ভরে থাকে।
ধূম্রকেতু: সাফল্যের ধ্বজাধারী অর্থাৎ তার কৃপা থাকলে মানুষ সাফল্যের শিখড়ে পৌঁছয়।
গণাধ্যক্ষ: তিনি হলেন বুদ্ধি এবং জ্ঞানের দাতা, তাই তাকে গণাধ্যক্ষ বলা হয়।
ভালচন্দ্র: তার মাথা চাঁদের মতো পবিত্র।
গজানন: অর্থাৎ হাতির মতো মুখ।