Hilsa Fish Price Kolkata: বাজারে মিলছে সস্তার ইলিশ! জানেন কত দাম?
মরসুমের প্রথম থেকে বাজারের ইলিশ এলেও তা ছিল মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে।
এখন কলকাতা সহ আসে পাশের বাজারে 450 টাকা থেকে 550 টাকা কেজি দরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।
ইলিশের সিজন আর ইলিশ মাছ ছাড়া বাঙালী চলতে পারে। দাম কমাতে বাঙালীর মুখে মৃদু হাঁসি ফুটেছে।
350 -400 গ্রাম ওজনের ইলিশ মাছ, বাজারের বিক্রি হচ্ছে 450 টাকা থেকে 550 টাকা কেজি দরে।
500 - 550 গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 750 টাকা কেজি দরে।
700-800 গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা কেজি দরে।
আর 1 কেজি ও তার বেশি ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজিতে 1600 টাকা থেকে শুরু 2000 টাকা পর্যন্ত।
অর্থাৎ এখন একটি ভালোমানের ইলিশ মাছ সর্বোচ্চ 2000 টাকা কেজি দরে বাজারে বিক্রয় হচ্ছে।
তবে, আগস্ট মাস থেকে ডায়মন্ড হারবারের আড়ৎ -তে সস্তায় ইলিশ পাওয়া যাচ্ছে।