Jagaddhatri Serial: জগদ্ধাত্রীর নতুন সঙ্গী আসছে, স্বয়ম্ভুর কি হবে?
জি বাংলার একটি সুপরিচিত এবং জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী।
বেশ কিছু দিন টিআরপি Ranking -য়ে শীর্ষস্থান দখল করেছিল।
এখন অনুরাগের ছোঁয়া প্রথম স্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী।
সিরিজে জগদ্ধাত্রী এবং স্বম্ভুর অন-স্ক্রিন জুটিকে দর্শকরা দারুণ প্রশংসা এবং পছন্দ করে।
বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রিয় অভিনেতা শাস্বত চ্যাটার্জি জগদ্ধাত্রীর সঙ্গী হতে আসছে।
তাই অনেকের মনে প্রশ্ন তাহলে স্বয়ম্ভুর কি হবে? তাহলে তিনি কি সিরিযাল ছেড়ে দিচ্ছে?
আপনাদের বলি আপনারা নিশ্চিতে থাকতে পারেন। স্বয়ম্ভু কোথাও যাচ্ছে না।
রাজ চক্রবর্তীর আসন্ন ছবি 'অবার প্রলয়'-এর প্রচারে জগদ্ধাত্রীতে একদিনের অতিথি চরিত্রে থাকবেন অনিমেষ দত্ত ৷
অনিমেষ দত্ত, যিনি অন-স্ক্রিন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।