Jago Prokolpo:পেতে পারেন ৫০০০টাকা! পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্প কি?
আপনি যদি পশ্চিমবঙ্গের কোন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আপনিও পেতে পারেন বার্ষিক ৫০০০ টাকা।
রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী এই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্ধ করেছেন।
Jago prokolpo -এর মাধ্যমে উপকৃত হবেন প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেক গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে।
কেবলমাত্রSHG (সেল্ফ হেল্প গ্রুপ) গ্রুপের সদস্যরা এই প্রকল্পের জন্য নিজের নাম রেজিস্টার করতে পারবেন।
SHG গ্রুপের অফিসিয়াল ওয়েবসাই shgsewb.gov.in -এ যথাক্রমে নিজের নাম, ফোন নম্বর সহ গোষ্ঠীর নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে ৭৭৭৩০০৩০০৩ নাম্বারে মিসকল বা মেসেজ পাঠালে আপনি জানতে পারবেন আপনার আবেদনের স্ট্যাটাস।
Jago prokolpo -এর সুবিধা পেতে গেলে সেল্ফ হেল্প গ্রুপ -এর সদস্য হওয়াটা জরুলী।
Jago Prokolpo:পেতে পারেন ৫০০০টাকা! পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্প কি?