Jio 5G Offer: বছরভর Unlimited 5G ইন্টারনেট!
মুখেশ অম্বানী তাদের কোনো নতুন প্রোডাক বাজারে লঞ্চ করার সময় তা খুবই সস্তায় উপলব্ধ করায়।
প্রথমে জিও সিম লঞ্চ করার সময় আমরা দেখেছি যে কোম্পানির তরফ থেকে ফ্রিতে সিম দেওয়া হচ্ছে ,সঙ্গে ৩ মাসের জন্য সবকিছু ফ্রিতে আনলিমিটেড।
এখন টেলিকম সংস্থা Jio তাদের 5G পরিষেবা নিয়ে বাজারে উপস্থিত হয়েছে।
তবে ভারতের বেশির ভাগ জনগণ 4G মোবাইল ব্যবহার করে থাকে তাই 5G সম্পর্কে তাদের মধ্যে এখন অনিহা দেখা যায়।
এছাড়া 5G প্যাকেজের দাম কত হতে পারে তা নিয়ে জনগন ধন্দে রয়েছেন।
5G পরিষেবা লঞ্চ করার পরে Jio তরফ থেকে আলাদা কোনো প্ল্যানের কথা ঘোষনা করেনি।
ব্যবহার কারিদের 5G সাপোর্টেড হ্যান্ডসেট থাকলে 4G প্যাকেজে 5G ব্যবহার করতে পারবে।
Jio ২৯৯৯ টাকার রিচার্জে এক বছরের জন্য আনলিমিটেড 5G পরিষেবা দিচ্ছে।
এখানে আনলিমিটেড কল, ১০০ SMS সহ প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবে।
তবে এক্ষেত্রে ডেটা শেষ হয়েগেলেও গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবে।