Jio Electric Scooter: জিও ইলেকট্রিক স্কুটার এক চার্জে ৭৫ কিমি!
রিলায়েন্স কোম্পানির Jio ভারতবর্ষের ইন্টারনেট ব্যবহারের যে আমূল পরিবর্তন এনে ছিল তার বলার অপেক্ষা রাখেনা।
এবার তাদের তালিকায় নতুন সংযোজন হল অটোমোবাইল (Jio ইলেকট্রিক স্কুটার)।
খুব শীঘ্রই ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে মুকেশ আম্বানির Jio।
মাত্র ১৭,০০০ টাকার বিনিময়ে জিওর নিজস্ব ওয়েবসাইট থেকে Jio স্কুটার বুক করা যাবে।
Jio R এবং Jio R Pro নামে দুটি মডেল Jio লঞ্চ করবে।
৩.০ কিলোওয়াট লিথিয়াম আয়ন যুক্ত ব্যাটারিটি এক চার্জে ৭৫ কিলোমিটার মাইলেজ দেবে ।
ইলেকট্রিক স্কুলটারটি বাজারে ১০ টি কালারে পাওয়া যাবে ।
তবে জিও-র তরফ থেকে Jio Electric Scooter সম্পর্কিত কোন তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি।