LPG Gas Price 2023: রান্নার গ্যাসের দাম কত টাকা কমছে?
রান্নার গ্যাসের দাম কমছে ২০০ টাকা।
২৯ আগস্ট ২০২৩, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত।
এতোদিন উজ্জ্বলা যোজনার উপভোক্তারা গ্যাস সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি পেত।
এখন থেকে সমস্ত ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ছাড় দেবে কেন্দ্র সরকার।
বর্তমানে রান্নার গ্যাসের দাম ছিল ১ হাজার ১২৯ টাকা যা এখন কমে হবে মাত্র ৯২৯ টাকা।
এবার থেকে প্রায় ৯.৫ কোটি গ্যাস উপভোক্তা সরাসরি উপকৃত হবে।
উজ্জ্বলা যোজনার উপভোক্তারা এখন থেকে সিলিন্ডার পিছু ৪০০ টাকার ছাড় পেয়ে যাবে।