New Airtel Recharge Plan : ২৮ দিনের নয় এয়ারটেলর এক রিচার্জে পাবেন 35 দিনের ভ্যালিডিটি!
বিভিন্ন কোম্পানি তাদের মোবাইল রিচার্জ এর প্লান এক মাসের পরিবর্তে ২৮ দিনের করে থাকে, যে কারণে গ্রাহককে এক বছরে ১২ মাসের পরিবর্তে ১৩ মাসের রিচার্জ করতে হয়।
গ্রাহকরা এই ২৮ দিনের রিচার্জ প্লান নিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় সবর হয়েছেন।
কম্পিটিশান মার্কেটে টিকে থাকতে Jio, Airtel, Vi এদের মতো টেলিকম কোম্পানিরা তাদের রিচার্জ প্যাকেজের পরিবর্তন প্রায় সময় করে থাকে।
এয়ারটেল এর ৩৫ দিনের প্যাকেজ হলো মোবাইল রিচার্জ এর ইতিহাসে একটি নতুন সংযোযন।
এই প্যাকেজে গ্রাহকরা ৩৫ দিনে 4GB ডেটা সহ মোট 300টি SMS-এর সুবিধা পাবে।
এছাড়া রয়েছে ৩৫ দিনের জন্য আনলিমিটেড STD এবং লোকাল কলের সুবিধা।
এই প্লানকে উপভোগ করার জন্য আপনাকে 289 টাকা দিয়ে রিচার্জ করতে হবে।