Old Pension Scheme Latest News 2023: সরকারি পেনশন উপভোক্তাদের জন্য খুশির খবর 

Image Source Google

আপনি বা আপনার পরিবারের কেউ যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। 

Image Source Google

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ওল্ড পেনশন স্কিম আর  ন্যাশনাল পেনশন স্কিম -এর মধ্যে বিতর্ক কিছুটা মিটতে চলেছে। 

Image Source Google

ওল্ড পেনশন স্কিম উপভোক্তারা তাদের শেষ বেতনের 50% পেনশন হিসাবে পেয়ে থাকে। 

Image Source Google

যা পরিবর্তন করা হয়েছিল  2004 সালে জাতীয় পেনশন স্কিম চালুর মাধ্যমে। 

Image Source Google

যেখানে পেনশন উপভোক্তারা তাদের বেতনের 10% অবদান রাখে এবং সরকার রাখে 14% অবদান। 

Image Source Google

অবিজেপি শাসিত রাজ্য এবং কিছু বিজেপি শাসিত রাজ্য এই নতুন পেনশন স্কিম নিয়ে তারা ইতি মধ্যে অসুন্তুষ্ট প্রকাশ করেছে। 

Image Source Google

2024 সালের আসন্ন লোকসভা ইলেকশনের কথা মাথায় রেখে, যাতে বিরোধী শিবির এই পেনশন স্কিম নিয়ে বিদ্ধে না পারে, তার জন্য এই পরিবর্তন। 

Image Source Google

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে কেন্দ্র সরকার ওল্ড পেনশন স্কিমতে (OPS) ফিরে না গেলেও কর্মচারিদের শেষ বেতনের 40% থেকে 45% পর্যন্ত পেনশনের নিশ্চয়তা দেবে। 

Image Source Google