Rath Yatra 2023: পুরীর মন্দিরের অজানা রহস্য! আপনাকেও অবাক করবে...
রথযাত্রা উৎসবটি পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হয়, আর এই উৎসবে সামিল হতে বিদেশ থেকে অনেক পর্যটক ভারতে আসে।
৬) পুরীর মন্দিরের চূড়ার পতাকাটি সর্বদা বায়ুর প্রবাহের বিপরীতে থাকে!
৫) ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে তার শরীর পঞ্চভূতে বিলীন হলেও অনেকে বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের হৃদপিন্ডটি পুরীর জগন্নাথমন্দিরে আজও স্পন্দিত হয়!
৪) সূর্যের আলোতে, পুরীর মন্দিরে কোন ছায়া পড়ে না!
৩) সাতটি মাটির পাত্র একে অপরের উপর রেখে, নিচে থেকে আগুনের জ্বাল দিয়ে ঠাকুরের ভোগ রান্না করা হয়!
কিন্তু আশ্চার্যের বিষয় এই যে সব থেকে উপরে থাকা পাত্রের রান্না আগে হয়!
২) পুরীর মন্দিরের উপর দিয়ে কখন কোনো পাখি ওড়েনা!
১) মন্দিরের বাইরে থেকে সমুদ্রের গর্জন শোনা গেলেও মন্দিরের গেটে প্রবেশ করলে আর তা শোনা যায়না!