Ration card Aadhar link: এই কাজটি করুন, নাহলে বন্ধ হতে পারে আপনার রেশন!
ডিলাররা মরা মানুষের রেশন তুলে নিচ্ছে এই রকম অভিযোগ প্রায় সময় জমা পরে খাদ্য দপ্তরে।
আপনারা যখন রেশন ডিলারের কাছে রেশনের জন্য লিঙ্ক করতে যান তখন আপনাদের রেজিস্টেশন মোবাইল নম্বরে খাদ্য দপ্তর থেকে একটি sms পাঠানো হয়।
যেখানে লেখা থাকে যে লিঙ্ক করছে সে ছাড়া আর কতো জন ফেমিলি মেম্বার এই গ্রুপতে যুক্ত আছে এবং আপনাদের মোট নির্ধারিত মালের পরিমান।
অনেকে এই sms টি দেখে না বা অনেকে sms টি বুঝতে পারে না, আর এই সুযোকটি নেই অনেক অসাধু রেশন ডিলার।
তারা উপভোক্তার বাড়ির কেউ মারা গেলে তার রেশন দেওয়া বন্ধ করে দিয়ে সেই মৃত ব্যক্তির মাল তুলতে থাকে।
যেহেতু উপভোক্তা তার sms টি দেখছেন না বা কোনো রকম প্রতিবাদ করছেন না তাই অসাধু রেশন ডিলার রেশন তুলে যাচ্ছে।
আবার অনেকে এমন আছে যারা এখনো পর্যন্ত রেশন কার্ড -এর সঙ্গে আধার কার্ড -এর লিঙ্ক করায়নি।
সরকার তাদের জন্য রেশন কার্ড আধার লিঙ্ক এর সময়সীম ২০২৩ এর ৩০ শে জুন থেকে বাড়িয়ে ২০২৩ এর ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত করেছে।
এই নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত রেশন উপভোক্তাদের রেশন কার্ড আধার লিঙ্ক করা থাকবেনা তাদের রেশন বন্ধ হয়ে যাবে।