Old Pension Scheme Latest News 2023: সরকারি পেনশন উপভোক্তাদের জন্য খুশির খবর
আপনি বা আপনার পরিবারের কেউ যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ওল্ড পেনশন স্কিম আর ন্যাশনাল পেনশন স্কিম -এর মধ্যে বিতর্ক কিছুটা মিটতে চলেছে।
ওল্ড পেনশন স্কিম উপভোক্তারা তাদের শেষ বেতনের 50% পেনশন হিসাবে পেয়ে থাকে।
যা পরিবর্তন করা হয়েছিল 2004 সালে জাতীয় পেনশন স্কিম চালুর মাধ্যমে।
যেখানে পেনশন উপভোক্তারা তাদের বেতনের 10% অবদান রাখে এবং সরকার রাখে 14% অবদান।
অবিজেপি শাসিত রাজ্য এবং কিছু বিজেপি শাসিত রাজ্য এই নতুন পেনশন স্কিম নিয়ে তারা ইতি মধ্যে অসুন্তুষ্ট প্রকাশ করেছে।
2024 সালের আসন্ন লোকসভা ইলেকশনের কথা মাথায় রেখে, যাতে বিরোধী শিবির এই পেনশন স্কিম নিয়ে বিদ্ধে না পারে, তার জন্য এই পরিবর্তন।
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে কেন্দ্র সরকার ওল্ড পেনশন স্কিমতে (OPS) ফিরে না গেলেও কর্মচারিদের শেষ বেতনের 40% থেকে 45% পর্যন্ত পেনশনের নিশ্চয়তা দেবে।