দেশে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া নাগরিকদের প্রতিদিনের খাদ্যকে নিশ্চিত করতে অর্থাৎ তাদের যেন খাদ্যাভাব না হয় তার জন্য সরকার রেশন ব্যবস্থার চালু করেন। এই রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে সরকার যথা উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক (Ration card aadhar link) । এছাড়া সরকার ডিলারদের বলে দিয়েছে কোন কার্ডে কত পরিমানে রেশন পাওয়া যাবে তা রেশন দোকানে বোর্ডে লিখে রাখতে হবে। যাতে রেশন উপভোক্তাদের বুঝতে সুবিধা হয়।
বিনামূল্যে রেশন (Free ration scheme 2023) দেওয়ার ফলে সরকারকে প্রত্যেক মাসে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়। অনেক সময় দেখা যায় এই রেশনগুলি উপভোক্তরা খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। তাই সরকার চাইছে রেশন না দিয়ে যদি খাদ্য দ্রব্য কেনার জন্য টাকা দিয়ে দেয়া হয় তাহলে সরকারের পক্ষে তা খুব সুবিধা হবে। উপভোক্তার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা চলে যাবে তাতে সরকার ও উপভোক্তা উভয়ের সুবিধা হবে।
🔥আরও পড়ুন »
বিভিন্ন রাজ্য তাদের রেশন ব্যবস্থার বিভিন্ন নাম দিয়ে থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন খাদ্যসাথী, কর্ণাটক সরকার তেমনি তাদের রেশন ব্যবস্থা নাম দিয়েছে অন্ন ভাগ্য যোজনা। এই যোজনার অধীনে রাজ্যে পিছিয়ে পড়া নাগরিকদের প্রত্যেক মাসে আলাদাভাবে ৫ কিলো চাল কেনার জন্য ১৭০ টাকা করে উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেবে কর্ণাটক সরকার।
কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে রেশনের ১৭০ টাকা?
কর্ণাটকে 22 লক্ষ বিপিএল রেশন উপভোক্তার মধ্যে ৯৯% উপভোক্তা রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক (Ration card aadhar link) রয়েছে। এছাড়া এই উপভোক্তাদের ৮২% ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত রয়েছে। তাই কর্ণাটক সরকার চাইছে অন্ন ভাগ্য যোজনার অন্তর্গত বিপিএল শ্রেণীর রেশন উপভোক্তাদেরকে মাসে অতিরিক্ত ৩৫ টাকা কিলো দরে ৫ কেজি চাল কেনার জন্য কার্ড পিছু ১৭০ টাকা করে রেশন উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টতে পাঠিয়ে দিতে ।
পশ্চিমবঙ্গে কত ধরনের রেশন কার্ড (Ration card) রয়েছে?
পশ্চিমবঙ্গ সরকার তার দারিদ্র রাজ্যবাসীরা যাতে অনাহারে না থাকে তার জন্য খাদ্যস্বাথী রেশন ব্যবস্থা চালু করেছে। এবার পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে, রেশন কার্ডকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যাতে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রতিটি দরিদ্র মানুষ এই রেশন ব্যবস্থার সব থেকে বেশি লাভ নিতে পারে। এই রেশন কার্ড গুলি হল যথাক্রমে AAY, PHH, SPHH, RKSY I ও RKSY II ।