Sahara India: অবশেষে লগ্নিকারীরা সাহারার টাকা ফিরে পেতে চলেছে
সহারা গোষ্ঠীর সমবায় সমিতিতে লগ্নিকারীদের টাকা ফেরাতে বিশেষ পোর্টাল চালু করা হয়েছে।
অনেক দিন হয়ে যাবার কারণে কেউ কেউ এর আশা ছেড়ে দিয়েছে, আবার কোনো কোনো লগ্নিকারীরা হা-পিত্যেশে বসে আছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে থাকা সাহারার টাকা সিআরসিএস কাছে পাঠানো হবে।
তাই সমবায় মন্ত্রী অমিত শাহ সিআরসিএস-সহারা রিফান্ড নামে একটি পোর্টাল চালু করেছে লগ্নিকারীদের টাকা ফেরানোর উদ্দেশ্যে।
IFCI -এর শাখা সংস্থাটি সাহারার টাকা ফেরানোর পোর্টালটি তৈরি করেছে।
যদি কোন লগ্নিকারীর টাকা ফেরানোর জন্য আবেদন এবং প্রয়োজনীয় ডকুমেট জমা দেয়,
মন্ত্রী অমিত শাহ বলেছেন সমস্ত ডকুমেট জমা দেবার ৪৫ দিনের মধ্যেই লগ্নিকারীর টাকা ফেরত দেওয়া হবে।