পশ্চিমবঙ্গের মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার জন্য, যে সমস্ত স্কলারশিপ বিভিন্ন বেসরকারি সংস্থার তরফ থেকে দেওয়া হয়ে থাকে, তার মধ্যে একটি হল অনন্ত মেরিট স্কলারশিপ। অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের তরফ থেকে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্যে ২০১১ সাল থেকে স্কলারশিপ দেওয়া শুরু করে।
এই স্কলারশিপটি সাধারণত মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরে পঠনরত শিক্ষার্থীদের দেয়া হয়ে থাকে। এই নিবন্ধের মাধ্যমে আপনার জানতে পারবেন অনন্ত মেরিট স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে, আবেদনকারীর কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবে সে বিষয়ে একটি বিস্তারিত ধারনা।
অনন্ত মেরিট স্কলারশিপের জন্য আবেদনকারীর যোগ্যতা
এই স্কলারশিপের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতা থাকা দরকার-
- পশ্চিমবঙ্গের বাসিন্দা সহ পশ্চিমবঙ্গের স্কুল বা কলেজে পঠনরত হতে হবে।
- মাধ্যমিক পাস থেকে শুরু করে আন্ডার গ্রাজুয়েট এর মধ্যে আবেদনকারী যে ক্লাসতে পড়ছে তার আগে ক্লাসে কম করে 70% নাম্বার পেয়ে পাস করতে হবে।
- প্রার্থীর পরিবারের মাসিক ইনকাম পাঁচ হাজার টাকার বেশি হলে আবেদন করা যাবে না।
🔥আরও পড়ুনঃ-
👉 রেলে 1016 টি শূন্য পদে নিয়োগ, নোটিশ এবং আবেদনের লিঙ্ক সহ বিস্তারিত
আবেদনকারীর প্রয়োজনীয় নথি
এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীর বেশ কিছু নথি লাগবে। সেগুলি নিচে উল্লেখ করা হল-
- আবেদনকারীর পরিবারে ইনকাম সার্টিফিকেট, যেটি পঞ্চায়েত বা পৌরসভা থেকে আবেদনকারী তুলতে পারে।
- আবেদনকারী যে ক্লাসে পড়ছে তার আগের ক্লাসে মার্কশিট।
- জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারে।
- বাসিন্দা প্রমাণপত্র হিসেবে প্রার্থীর আধার কার্ড বা রেশন কার্ড।
- শারীরিক কোন অক্ষমতা থাকলে তার প্রমান পত্র।
- আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ।
অনন্ত মেরিট স্কলারশিপ –এর আবেদনের পক্রিয়া
এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে দুটি পদ্ধতি দেওয়া হল-
অনলাইন আবেদন পদ্ধতি
আবেদনকারীকে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের এর অফিসিয়াল ওয়েবসাইট www.ananteducation.org তে যেতে হবে (বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে কাজ হচ্ছে পড়ে অনলাইনে চেষ্ঠা করবেন) ।
এর পর স্কলারশিপ অপশনটি সিলেক্ট করে Apply Online অপশনটিতে ক্লিক করে দিতে হবে।
এর পর অনস্কিনে যে সমস্ত তথ্য চাইছে তা দিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপলোড করতে হবে।
অফলাইন আবেদন পদ্ধতি
প্রথমে অনন্ত মেরিট স্কলারশিপে ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড বা আমাদের দেওয়া নিচে লিংক থেকে সংগ্রহ করতে পারেন।
ডাউনলোড হয়ে গেলে প্রিন্ট আউট বের করে ফর্মটি নির্ভুলভাবে ফিলআপ এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো সেটে, প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে এর অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানাটি ফর্ম -এর সঙ্গে দেওয়া আছে
অনন্ত মেরিট স্কলারশিপে আবেদনকারীকে কত টাকা দেওয়া হয়?
এই স্কলারশিপে আবেদনকারীকে একটি ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক করা হয় কত টাকা করে দেওয়া হবে। আবেদনকারী পারিবারিক অবস্থা এবং ক্লাস এর উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।
আবেদনের ফর্ম – Download করুন