পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই সবেমাত্র শেষ হয়েছে, ভোট গণনার পরে যে সমস্ত প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অথবা মেম্বার হবেন তারা কত টাকা করে সরকারী ভাতা, এবং অন্যান্য কি কি সুবিধা পেয়ে থাকে তা জানতে আমাদের মতো অনেকের কৌতূহল হয় ।
১৯৭৭ সালে বামফ্রন্ট প্রথম পশ্চিমবঙ্গে সরকার গঠন করে, তার পর থেকে পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসনের পরিবর্তন আসতে শুরু করে। বেশ কয়েকবার পঞ্চায়েত আইন সংশোধনের মাধ্যমে ১৯৭৮ সালের জুন মাসে পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই সময় থেকে বিভিন্ন দলীয় প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে পঞ্চায়েত নির্বাচনে অংশ গ্রহণ করেন । এক সঙ্গে পশ্চিমবঙ্গে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এই ত্রিস্তরীয় নির্বাচন শুরু হয়।
এই নিবন্ধটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গে নির্বাচিত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং মেম্বার মাসিক কত টাকা করে ভাতা এবং অন্যান্য সুবিধা পেয়ে থাকে তার বিস্তারিত তথ্য।
পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান এবং মেম্বার মাসে কত বেতন পায়?
- গ্রাম পঞ্চায়েত প্রধান (Panchayat Pradhan) মাসিক ভাতা পান ৫ হাজার টাকা।
- গ্রাম পঞ্চায়েত উপপ্রধান (Panchayat Upa Pradhan) মাসিক ভাতা পান ৪ হাজার টাকা।
- গ্রাম পঞ্চায়েত সদস্য (Panchayat member) মাসিক ভাতা পান ৩ হাজার টাকা।
- জেলা পরিষদের সভাধীপতির মাসিক ভাতা পান ৯ হাজার টাকা।
- জেলা পরিষদের সহকারী সভাধিপতির মাসিক ভাতা পান ৮ হাজার টাকা।
- জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাসিক ভাতা পান ৭ হাজার টাকা।
- জেলা পরিষদের অধ্যক্ষ উপাধ্যক্ষ মাসিক ভাতা পান ৭ হাজার টাকা।
- জেলা পরিষদের সাধারণ সদস্য মাসিক ভাতা পান ৫ হাজার টাকা।
- পঞ্চায়েত সমিতির সভাপতি মাসিক ভাতা পান ৬ হাজার টাকা।
- পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাসিক ভাতা পান সাড়ে ৫ হাজার টাকা।
- পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাসিক ভাতা পান ৫ হাজার টাকা।
- পঞ্চায়েত সমিতির সাধারণ সদস্য মাসিক ভাতা পান সাড়ে ৩ হাজার টাকা।
এর পাশাপাশি তাঁরা সামান্য টাকা যাতায়াতবাবদ টিএ পেয়ে থাকেন ।
🔥আরও পড়ুনঃ-
👉 উচ্চ মাধ্যমিক পাশে ১০৮৬ টি শূন্যপদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ
২০২৩ তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন কত?
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে তিনি ক্ষমতায় আসার পরে জানান তিনি কোন রকম বেতন বা ভাতা নেবেন না, কিন্তু ২০১৬ সালে তিনি পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আবার বেতন বা ভাতা নেওয়া শুরু করেন।
বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মাসিক ১ লাখ ২৫ হাজার টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত বেতন সহ অন্যান্য সুবিধা পেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ২ লক্ষ ৫ হাজার টাকা বেতন সহ অন্যান্য ভাতা পান, তার বেতনের বেশিভাগ অংশ বিভিন্ন প্রতিষ্ঠানের দান করেন।
তাঁর আঁকা ছবি বিক্রি করে এবং তাঁর লেখা বিভিন্ন বইয়ের রয়ালিটি থেকে যে টাকা পান তা তার নিজের যাবতীয় খরচ চালিয়ে যাবার জন্য যথেষ্ট বলে তিনি নিজে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
গ্রাম পঞ্চায়েত কি ভাবে গঠন করা হয় (Gram Panchayat)?
এক বা একাধিক মৌজা নিয়ে একটি গ্রাম গঠন করা হয়। আবার কয়েকটি গ্রাম একত্রিত করে একটি গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) তৈরি করা হয়। এক একটি গ্রামের আবার একাধিক মেম্বার থাকতে পারে। গ্রাম যদি বড় হয়, এবং ভোটার সংখ্যা ১৪০০ এর বেশি হয়, তাহলে সেই গ্রামটিকে আবার কয়েটি বুথে ভাগ করা হয়। এক একটি বুথের জন্য এক একটি মেম্বার নির্বাচিত হন।
পঞ্চায়েত প্রধানের কাজ কি?
ভারতের গ্রামীণ শাসন ব্যবস্থায় ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানের হাতে তার গ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলি গ্রাম রয়েছে এবং সেই সমস্ত গ্রামের যতজন সদস্য রয়েছে তাদের কাজের রূপরেখা তৈরি করা এবং সদস্যের কোনো কাছকে অনুমতি দিয়ে থাকে।
পঞ্চায়েত প্রধানের দ্বারা গ্রামের আর্থিক উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের কাজ সম্পূর্ণ হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে গ্রামের উন্নয়নের জন্য পঞ্চায়েত প্রধান গ্রামের সদস্যদের নিয়ে গ্রামের রাস্তা ঘাট নির্মান, পানীয় জলের ব্যবস্থা করা, রাস্তায় আলোর ব্যবস্থা করা, ১০০ দিনের কাজের তদারকী করা এবং বিভিন্ন সামাজিক সমস্যা গুলিকে সমাধান করে।