Jio VIP Number: Jio-র নতুন স্কিমে আপনি পাবেন জন্মতারিখ দিয়ে আপনার ফোন নম্বর।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

রিলায়েন্স জিও হল ভারতের সবথেকে বড় মোবাইল নেটওয়ার্কিং কোম্পানি। বর্তমানে ৩৯.৪ কোটি ভারতবাসী জিওর সিম ব্যবহার করে থাকে। জিও ভারতে প্রথম মোবাইলে ডেটা ব্যবহারের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছিল। কারণ জিও আসার আগে ভারতবর্ষে আনলিমিটেড ডেটা ব্যবহার ছিল, সাধারণ মানুষের আয়ত্বের বাইরে।

জিও কোম্পানি তার উপভোক্তাদের জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসে, যাতে জিও সিম ব্যবহারকারীরা আরো ভালো ফেসিলিটি পায়। এবার Reliance Jio তরফ থেকে আনা হলো জিও ভিআইপি নাম্বার (Jio VIP Number) । এর মাধ্যমে উপভোক্তারা তাদের ইচ্ছে মতো নাম্বারের সিম কার্ড বাছতে পারবে।

জিও ভিআইপি নাম্বার (Jio VIP Number) কি?

জিও কোম্পানির তরফ থেকে এই নতুন স্কিমটি চালু করা হয়েছে। যেখানে কোন উপভোক্তা মনে করলে মাত্র 499 টাকার বিনিময়ে তারা তাদের ইচ্ছে মতো জিও মোবাইল সিম তুলতে পারবে। এর আগে ইন্ডাস ইন্ড ব্যাঙ্কের তরফ থেকে মোবাইল নাম্বার দিয়ে ব্যাঙ্ক একাউন্ট নাম্বার পাবার সুবিধা ছিল, ঠিক সেই রকম এখানে আপনি আপনার নিজের জন্ম তারিখ থেকে শুরু করে আপনার প্রিয়জনের জন্মতারিখ, লাখি নাম্বার ইত্যাদি দিয়ে সহজে আপনার মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারবেন।

🔥আরও পড়ুন »

👉 Government Job: DM অফিসে গ্রুপ সি পদে একাধিক নিয়োগ

জিও ভিআইপি নাম্বার (Jio VIP Number) কোন সিমের জন্য প্রযোজ্য

Jio VIP সিমটি প্রিপেড ও পোস্টপেড দুই ব্যবহারকারীর চাইলে নিতে পারবে। তবে এই সিমের জন্য বেশি নয় কেবল মাত্র 499 টাকা খরচ করলে আপনার মনের মতো নাম্বাররে সিম নাম্বার পেয়ে যাবেন। তবে এখানে আপনি আপনার সমস্ত নাম্বারটি বাছতে পারবে না। আপনি লাস্ট 4 থেকে 5 টি নাম্বার নিজের ইচ্ছে মতো বাছতে পারবেন।

আপনার পছন্দসই নম্বর কোথা থেকে কিভাবে বাছবেন?

প্রথমে আপনার পছন্দসই চার বা ছয়টি সংখ্যা ঠিক করুন। তার পর আপনি আপনার ফোনের MyJio অ্যাপ অথবা https://www.jio.com/selfcare/choice-number/ ওয়েবসাইটে যান।

এবার সার্চ অপশনতে গিয়ে লিখুন choice number ।

তার পরে আপনি দেখতে পাবেন find your choice number অপশন যেখানে আপনাকে আপনার পছন্দসই ৪ থেকে ৫ ডিজিটস নম্বর দিতে বলবে।

আপনি আপনার পছন্দসই নাম্বার দিলে আপনাকে নিচে অনেক গুলি নাম্বারকে দেখাবে সিলেক্ট করার জন্য, যাদের শেষ ৪ থেকে ৫ ডিজিটস নম্বর হবে আপনার এন্ট্রি করা নাম্বার।

এবার আপনাকে আপনার পছন্দসই নম্বরটাকে বেছে নিতে হবে।

নাম্বার বেছে নেবার পরে আপনার কাছে ৪৯৯ টাকা প্রেমেন্ট করার অপশন চলে আসবে, আপনি টাকাটা প্রেমেন্ট করে দিলে আপনার নাম্বারটা ২৪ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে।

Leave a Comment