ONGC Scholarship: সংরক্ষিত শ্রেণীর পড়ুয়াদের জন্য 48 হাজার টাকার স্কলারশিপ, আবেদন করেছেন তো?

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

যেকোন স্কলারশিপ দেশের ছাত্র ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে। অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) প্রত্যেক বছর SC/ST/OBC/এবং সাধারণ শ্রেণীর পড়ুয়াদের জন্য বার্ষিক 48 হাজার টাকার অনুদান দিয়ে থাকে।

এই অনুদানটি এমবিএ, এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, এবং জিওফিজিক্স/জিওলজি প্রোগ্রামে মাস্টার্সের প্রথম বছরের ছাত্রছাত্রীরা পাবেন। এই প্রতিবেদনটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ONGC Scholarship এর জন্য কারা যোগ্য, আবেদনের নিয়ম, অনুদানের পরিমাণ এবং প্রয়োজনীয় নথি সম্পর্কিত বিস্তারিত তথ্য।

ONGC Scholarship এর জন্য কারা যোগ্য

1. আবেদনকারীকে এস সি, এস টি, ওবিসি অথবা আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ শ্রেণীর শিক্ষার্থী হতে হবে।

2. পড়ুয়াকে উচ্চ মাধ্যমিকে ৬০% নাম্বার পেয়ে পাস করতে হবে।

3. আবেদনকারী পড়ুয়া এস সি/এস টি হলে তার পরিবারের বাৎসরিক আয় সাড়ে চার লাখ টাকার মধ্যে থাকতে হবে এবং জেনারেল/ওবিসি আবেদনকারীর ক্ষেত্রে বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

4. এই স্কলারশিপের সুবিধা পেতে গেলে আবেদনকারী পড়ুয়ার সর্বোচ্চ বয়স ত্রিশ বছরে মধ্যে হতে হবে।

ONGC স্কলারশিপে জন্য কিভাবে আবেদন করবেন?

আপনারা অনলাইনে ঘরে বসে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অফ ইন্ডিয়ার (ONGC) অফিসিয়াল ওয়েবসাইট ongcindia.com থেকে সহজে আবেদন করতে পারবেন।

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে হোমপেজে গিয়ে, এরপর একটু নিচে News & Recent Updates অপশনতে যেতে হবে। তার পরে Sports Scholarship Scheme তে ক্লিক করতে হবে।

Click here to apply অপশনটি খুঁজে বের করে ক্লিক করলে আপনার সামনে একটি আবেদন পত্র খুলে যাবে।

আপনার যাবতীয় সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করুন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টকে স্ক্যান করে তার ছবি গুলিকে আপলোড করুন।

🔥আরও পড়ুনঃ-

👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলওয়েতে নিয়োগ! আজই আবেদন করুন

ONGC স্কলারশিপের অনুদানের পরিমাণ

নির্বাচিত আবেদনকারীদেরকে বাৎসরিক ৪৮ হাজার টাকার অনুদান দেওয়া হয়। যার মধ্যে এস সি এবং এস টি আবেদনকারী মধ্যে ১০০০ জন নির্বাচিত হবে, ও বি সি দের মধ্যে ৫০০ জন আর আর্থিক ভাবে পিছিয়ে পড়া জেনারেল কেটাগরির ৫০০ জন পড়ুয়া অর্থাৎ মোট ২০০০ জন নির্বাচিত পড়ুয়া এই বৃত্তি পাবেন।

ONGC স্কলারশিপে আবেদনকারীর প্রয়োজনীয় নথি

  • বয়সের প্রমাণ পত্র হিসাবে আবেদনকারীর জন্ম সার্টিফিকেট অথবা দশম শ্রেণীর এডমিড কার্ড।
  • আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট।
  • পড়ুয়ার ক্লাস ১২ এর মার্কশিট।
  • স্নাতক আবেদনকারীর স্নাতক মার্কশিট।
  • আবেদনকারীর আধার কার্ড।
  • আবেদনকারীর প্যান কার্ড ।
  • আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ড।

ONGC স্কলারশিপ 2023 –এর আবেদনের সময়

ONGC স্কলারশিপটির জন্য আবেদন ফ্রমটি অনলাইনে প্রকাশিত হয় প্রতি বছর জুলাই মাসে আর আবেদন গ্রহণ চলে আগস্ট মাস পর্যন্ত। তাই ইচ্ছুক আবেদনকারীকে ঠিক এই নির্দিষ্ট সময়ে ONGC এর অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজ নিতে হবে।

Leave a Comment