PM কিষাণ সম্মান নিধির 14 তম কিস্তির টাকা ঢুকবে জুলাই মাসে, কি করে চেক করবেন?

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

রাজ্য সরকার যেমন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের দুটি কিস্তিতে অর্থ সাহায্য করে থাকে, ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের অন্তর্গত দেশের কৃষক বন্ধুদের মোট তিনটি কিস্তিতে, ২০০০ টাকা করে বার্ষিক ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে।

এই প্রকল্প চালু হবার পর থেকে এখন পর্যন্ত মোট ১৩ টি কিস্তির টাকা PM Kisan -এর অন্তর গত কৃষকরা পেয়েছেন। ১৪ তম কিস্তির টাকা কারা পাবে তা প্রধানমন্ত্রী 28 জুন, 2023 তে প্রকাশ করবে, যা আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in তে চেক করে দেখতে পারেন।

এই পোস্টে PM কিষাণ সম্মান নিধির টাকা কবে কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এবং কারা পাবে তা আমরা বিস্তারিতভাবে জানাবো। এই পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে তবে আপনি জানতে পারবেন PM কিষাণ এর 14 তম কিস্তির টাকা আপনি পাবেন কিনা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার পরিবর্তে ৪০০০টাকা ঢুকবে কিনা। 

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 14তম কিস্তির টাকা ঢোকার তারিখ

বর্ষাকালীন খারিফ শস্য চাষের প্রাগকালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে তা খুবই উপকার হয়। কারণ এই সময় চাষের জন্য বীজ বপনের কাজ হয়ে থাকে, আর সরকার যদি আর্থিক সাহায্য করে তাহলে অনেক কৃষকের চাষের জন্য বীজ, সার ইত্যাদি মতন চাষের জন্য অতি প্রয়োজনীয় সামগ্রিক কিনতে সুবিধা হয়।

এর আগের 13তম কিস্তির টাকা অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছিল 27 ফেব্রুয়ারি, 2023 তে। এবার ১৪তম কিস্তির টাকা প্রাপকদের লিস্ট প্রকাশিত হবে ২৮ জুন এবং তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে জুলাই মাসের যেকোনো দিনে। এই কিস্তিতে কৃষকরা যথাক্রমে ২০০০ অথবা ৪০০০ টাকা পাবে। এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে কারা ৪০০০ টাকা পাবে?

🔥আরও পড়ুনঃ-

👉 মুঘল যুগের স্থাপত্য শিল্প

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে কারা ৪০০০ টাকা পাবে?

জুন মাসের শেষে PM Kisan এর 14 তম কিস্তির টাকা সরাসরি ঢুকতে চলেছে কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে। এখানে কৃষকরা ২০০০ টাকা করে মোট ৩ বার কিস্তির টাকা পেয়ে থাকে যা এক বছরে মোট প্রাপ্ত টাকার পরিমান হয় ৬০০০ টাকা। যে সমস্ত কৃষক বন্ধুরা তাদের ডকুমেন্ট সাবমিশন ঠিকঠাক না করার কারণে ১৩ তম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তারা তাদের ডকুমেন্ট আপডেট করে দিলে ১৩ ও 14 তম কিস্তির টাকা মিলিয়ে মোট ৪০০০ টাকা পাবে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা পাবার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?

  • কৃষকের মোবাইল নম্বর লিঙ্ক আধার কার্ড,
  • পাসপোর্ট সাইজের ফটো,
  • প্যান কার্ড,
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক,
  • চাষযোগ্য জমির নথি,
  • জমির পর্চা,
  • এবছরের জমির খাজনা কাটানোর রাশিদ,
  • বার্ষিক আয়ের প্রমান পত্র,
  • কাস্ট সার্টিফিকেট,
  • পাসপোর্ট সাইজের ফটো।

PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে 14 তম কিস্তিতে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন?

আপনাকে প্রথমে PM কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in তে যেতে হবে তার পর Beneficiary List তে ক্লিক করতে হবে। এখানে আপনাকে যথাক্রমে State, District, Sub-District, Block, Village এর অপশনতে যথাযত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তথ্য পূরণ হয়েগেলে আপনাকে Get Report তে ক্লিক করতে হবে তাহলে আপনারা আপনাদের গ্রামের PM কিষাণ সম্মান নিধি ১৪ তম কিস্তি প্রাপকদের নামের তালিকা পেয়ে যাবেন, এবার ওই তালিকায় আপনার নাম আছে কিনা তা খুঁজে বের করতে হবে।

Leave a Comment