বর্তমান ভারতের শাসক দল তারা অনেকগুলি আইনকে সংশোধন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া, রাম মন্দির তৈরি, মুসলিমদের তিন তালাক রোধ ইত্যাদি। অনেক বছর ধরে ভারতবর্ষের আইন সংশোধন নিয়ে চর্চা হলেও কখন তা বাস্তবায়িত হয়নি।
সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বর্ষাকালীন অধিবেশনে এক দেশ এক আইন প্রস্তাবটি পাশ হতে পারে। আর যদি তা সম্ভব না হয় তাহলে আগামী ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সময় এটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে। এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইউনিফর্ম সিভিল কোড (UCC) কি এবং কোন কোন রাজনৈতিক বিন্দ এই এক দেশ এক আইনের সমর্থন করেন বা করে না?
ইউনিফর্ম সিভিল কোড (UCC) কি?
আমাদের দেশের আইনের দুটো ভাগ রয়েছে একটি হল ক্রিমিনাল আর অপরটি হল সিভিল। ক্রিমিনাল বিভিন্ন ধরনের কেসের জন্য আমাদের কাছে আইপিসি রয়েছে, আর এই আইপিসির মাধ্যমে অপরাধীর শাস্তি হয়। যে ধর্ম বা জাতির মানুষ হোক না কেন, সে যদি অপরাধ করে তাকে আইপিসি অনুযায়ী সাজা দেওয়া হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই ক্রিমিনাল আইনটি সমানভাবে প্রযোজ্য।
সিভিল -এর মধ্যে আবার অনেকগুলি ভাগ রয়েছে তার মধ্যে একটি হল পারিবারিক আইন, যার মধ্যে পড়ে- বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকারী সূত্রে কে কি পাবে বা পাবেনা, দত্তক ইত্যাদি। এখান থেকে শুরু হচ্ছে সমস্যার সূত্রপাত, কারণ এই গুলির ক্ষেত্রে বিভিন্ন ধর্মে আলাদা আলাদা নিজস্ব নিয়ম রয়েছে।
ইউনিফর্ম সিভিল কোড এর মাধ্যমে এগুলিকে সংযুক্ত করার চেষ্টা অর্থাৎ এক দেশ তার সমস্ত জায়গার জন্য এক আইন হওয়া প্রয়োজন। এখানে বলে রাখি এই নিয়মের মাধ্যমে কিন্তু কোন ধর্মের রীতি নীতি নিয়ে কোনো সমস্যা হবেনা। কেবল মাত্র পারিবারিক অধিকার গুলিকে একই করা হবে অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, পার্কিস ইত্যাদি জাতির ক্ষেত্রে একই নিয়ম চালু করা হবে।
প্রতিটি জাতির পার্সোনাল ল -এর ক্ষেত্রে কিছু ভালো এবং কিছু খারাপ দিকে রয়েছে । যেমন হিন্দুদের ক্ষেত্রে সতীদাহ প্রথা ছিল, যা রাজা রামমোহন রায়ের চেষ্টায় বন্ধ করা সম্ভব হয়েছিল। এছাড়া পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরে চেষ্টায় বিধবা বিবাহ চালু এবং আইনে পরিণত করা সম্ভব হয়েছিল।
🔥আরও পড়ুনঃ-
👉 আধার কার্ডের এই কাজটি না করা থাকলে এখনই করে নিন, হতে পারে সমস্যা
ইউনিফর্ম সিভিল কোডকে কারা সমর্থন করেন বা করেন?
ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ভারত বর্ষের রাজনৈতিক মহলে নানা মত রয়েছে। যেমন দেশের বর্তমানে শাসক গোষ্ঠী বিজেপি তারা ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু বিজেপি শাসিত রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমা তিনি এটি কে সমর্থন করে না।
আবার অবিজেপি শাসিত রাজ্য যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব বালাসাহেব ঠাকরে ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন করেন। কংগ্রেসের মতে বিজেপি যে ভাবে ইউনিফর্ম সিভিল কোর্ট আনতে চান তাতে তারা ঘোর বিরোধী। কংগ্রেসের হিমাচল প্রদেশের একজন নেতা বিক্রমাদিত্য তিনি বলছেন আমি এই বিষয়টি সমর্থন করি।