আধার কার্ড হল ভারতীয় নাগরিকদের সব থেকে গুরুত্বপূর্ণ নথি গুলির মধ্যে খুবই জরুরি নথি। অনেক সময় নাগরিকের এই আধার কার্ডের কিছু তথ্য যেমন নাগরিকের নাম, বাবার নাম, ঠিকানা, বয়স ইত্যাদির মতো গুরুত্বপূর্ন তথ্য ভুল হয়ে থেকে যায়।
যেহেতু আধার কার্ডের মাধ্যমে বর্তমানে সমস্ত রকম কাজ কর্ম হয়ে থাকে তাই নাগরিকদের বিভিন্ন সময় সমস্যার মধ্যে পড়তে হয়। আবার ১০ বছরের পুরানো আধার কার্ড হয়ে থাকলে তা আপডেট করা প্রয়োজন, কারণ সময় সময় নাগরিকের অনেক তথ্য পরিবর্তন হয়েছে, যেমন বাসস্থান, মোবাইল নাম্বার ইত্যাদির মতো গুরুত্বপূর্ন তথ্য।
এই নিবন্ধটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আধার কার্ড আপডেটের কেন প্রয়োজন? আধার কার্ড আপডেট না থাকলে আপনি কি কি সমস্যার সম্মুখীনে পড়তে পারেন তার বিস্তারিত তথ্য।
আধার কার্ড আপডেটের কেন প্রয়োজন?
২৯ সেপ্টেম্বর ২০১০ সালে ভারতবর্ষে আধার কার্ড চালু হয়, আর এখন চলছে ২০২৩ সাল প্রায় ১৩ বছর হতে গেল। আধার কার্ড প্রস্তুত কারক সংস্থা UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) এর তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে নাগরিকরা তাদের আধার কার্ড আপডেট করতে পারবে।
এর আগে ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সময়সীমা ছিল আধার কার্ড এর আপডেট করার জন্য কিন্তু নাগরিকদের কথা মাথায় রেখে UIDAI সংস্থাটি সময়সীমা বাড়িয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত করে দিয়েছে। ১৫ মার্চ ২০২৩ এর আগে যদি কেউ স্বেচ্ছায় তার আধার কার্ড আপডেট কারাতে চাইতো, তাহলে তাকে ২৫ টাকা চার্জ দিতে হত, যেটি এখন সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা যাবে।
আধার কার্ডে প্রতিটি নাগরিকের হাতের আঙুল এবং চোখের লেন্সের স্ক্যান করা হয়। প্রতিটি মানুষের ক্ষেত্রে এই দুটো অঙ্গ কখন একই হয়না, ভারতবর্ষের নাগরিকদের কেবল মাত্র একটি নথি, যেখানে মানুষের দেহ স্ক্যানের ব্যবস্থা রয়েছে।
এই নথিটি ডুপ্লিকেট হওয়াটা খুবই কঠিন, তাই সরকার নাগরিকের সমস্ত নথির সঙ্গে আধার কার্ড এর সংযুক্তি করণ বাধ্যতা মূলক করে দিয়েছে। এর ফলে ভারতবর্ষে দুর্নীতি কে অনেকটা কমানো গেছে বা কমানো সম্ভব হয়েছে।
🔥আরও পড়ুনঃ-
👉 Unmarried Pension Scheme: অবিবাহিতদের জন্য পেনশন, কত টাকা করে দেবে সরকার?
আধার কার্ড আপডেট না থাকলে কি কি সমস্যা হতে পারে?
বর্তমানে ভারতে প্রতিটা ক্ষেত্রে আধার কার্ড একটি জরুরী নথিতে পরিণত হয়েছে, ব্যাঙ্কে বই করতে যাওয়া থেকে শুরু করে সরকারি নানারকম প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনার প্রতিটি কর্মের ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন পারবে।
আপনি মোবাইলের সিম তুলতে যাবেন তাতে আধার কার্ড লাগবে। আপনার রেশন কার্ড তৈরি থেকে শুরু করে ব্যাঙ্কে একাউন্ট খোলা এমনকি আপনি কোন সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলেও সেখানে আধার কার্ড লাগবে।
বিভিন্ন সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, কৃষক বন্ধু প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, লক্ষীর ভান্ডার, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ইত্যাদির মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনার আধার কার্ডটা সঠিক থাকা আবশ্যক তানাহলে আপনি সমস্ত রকম সরকারি সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন। তাই সময় থাকতে আপনার এই গুরুত্বপূর্ণ নথিটির আপডেট করেনিন।