Unmarried Pension Scheme: অবিবাহিতদের জন্য পেনশন, কত টাকা করে দেবে সরকার?

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

আপনি কি অবিবাহিত? ভবিষ্যতের কথা ভেবে আপনার বাড়ির লোক কি উদ্বিগ্ন? তাহলে এবার আর আপনাকে চিন্তা করতে হবে না কারণ আপনার জন্য সরকার নিয়ে এসেছে অবিবাহিত পেনশন প্রকল্প। তবে এখানে বলে রাখি, এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনাকে হতে হবে হরিয়ানা রাজ্যের বাসিন্দা।

পশ্চিমবঙ্গ সরকার তার রাজ্যবাসীর জন্য অনেকগুলি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এবার হরিয়ানা সরকার একটি নতুন প্রকল্প চালু করে গোটা দেশকে তাপ লাগিয়ে দিয়েছে। গোটা দেশে মধ্যে এই প্রথম কোন রাজ্যে চালু হতে চলেছে অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প (Unmarried Pension Scheme)।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বৃহস্পতিবার (০৬/০৭/২০২৩) সাংবাদিক সম্মেলনে এই প্রকল্পের কথা ঘোষনা করেন। এই প্রকল্পের মাধ্যমে হরিয়ানার প্রায় দুলক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। অনেক সমাজ সচেতন মানুষ এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন।

এর আগে হরিয়ানা সরকারের পক্ষ থেকে হরিয়ানার প্রবীণ নাগরিকদেরকে মাসিক ২৭৫০ টাকা করে ভাতা দেওয়া হত, ওই দিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর আরো জানান এই বৃদ্ধ ভাতাকে প্রতি মাসে আরো ২৫০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল অর্থাৎ বর্তমানে প্রবীণ নাগরিকরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবে।

এই নিবন্ধের মাধ্যমে আমরা আপনাদেরকে বলবো কারা এই প্রকল্পের সুবিধা পাবে, মাসে কত টাকা করে পেনশন পাবে, এবং কত থেকে কত বছর পর্যন্ত এই পেনশনের সুবিধা দেওয়া হবে তার বিস্তারিত তথ্য।

কত থেকে কত বছর পর্যন্ত অবিবাহিত পেনশনের সুবিধা পাওয়া যাবে?

হরিয়ানার মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই প্রকল্পটি আগামী এক মাসের মধ্যে চালু করে দেবার ব্যবস্থা করছে তার সরকার, এবং তিনি আরও বলেন, প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারী বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

🔥আরও পড়ুনঃ-

👉 PM Fasal Bima Yojana: 49 লক্ষ কৃষক পাচ্ছেন সুবিধা, তালিকায় আপনার নাম আছে তো?

অবিবাহিত পেনশন প্রকল্পে আবেদনকারীরা কত টাকা করে পাবে?

ওই দিন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যাদের বাৎসরিক আয় ১ লক্ষ ৮০ হাজার টাকার নিচে থাকবে এবং যাদের বয়েস ৪৫ থেকে ৬০ বছর মধ্যে সেই সমস্ত অবিবাহিত পুরুষ, মহিলারা বা থার্ড লিঙ্গের আবেদনকারীরা মাসিক ২ হাজার ৭৫০ টাকা করে পেনশন পাবে।

অবিবাহিতদের পেনশন প্রকল্প ছাড়া আর কি কি অনন্য প্রকল্প চালু করেছে হরিয়ানা সরকার?

হরিয়ানা সরকার তার রাজ্য বাসীর জন্য বামনভাতা, রূপান্তরকামীদের পেনশন, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা ইত্যাদি অনেক গুলি প্রকল্প চালু করেছে। কিছু দিন আগে হরিয়ানা সরকার পুলিশদের জন্য মোবাইল খরচ বহন প্রকল্প চালু করেন যেখানে কনস্টেবল এবং হেড কনস্টেবল পাবে ২০০ টাকা, অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর পাবে ২৫০ টাকা, সাব ইনস্পেক্টর পাবে ৩০০ টাকা, এবং ইনস্পেক্টর ব়্যাঙ্কের অফিসার পাবে ৪০০ টাকা করে প্রতি মাসে মোবাইলের খরচ বাবদ পাবে ।

Leave a Comment