PM Fasal Bima Yojana: 49 লক্ষ কৃষক পাচ্ছেন সুবিধা, তালিকায় আপনার নাম আছে তো?

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের কৃষকদের সুবিধার্থে 18 ফেব্রুয়ারী 2016-এ প্রধানমন্ত্রী ফাসল বিমা যোজনা চালু করেন। প্রকল্পটি চালু করার পিছনে সরকারের প্রধান উদ্দেশ্য ছিল দেশে বিভিন্ন সময়ে চলা প্রাকৃতিক দুর্যোগ, কীটপতঙ্গের আক্রমণ, রোগের কারণে অনেক সময় কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়।

খবরের মাধ্যমে আমরা মাঝে মাঝে জানতে পারি অর্থের অভাবে কৃষকরা আত্মহত্যা করেছে, কারণ অনেক সময় চাষবাস করার জন্য কৃষকরা মহাজনদের কাছ থেকে চরা সুদে টাকা নিয়ে থাকে যা পরবর্তীকালে ফসল নষ্ট হয়ে যাবার কারণে সেই টাকা আর পরিশোধ করতে পারেনা।

মহাজনদের চাপের মুখে পরে অনেক কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়। এই প্রকল্পের মাধ্যমে সরকার চাষীদের কাছ থেকে নূন্যতম টাকা নেয় ফসল বীমা করার জন্য, চাষীর ফসল কোনো কারণ বসতো নষ্ট হয়ে গেলে সরকার কৃষকদের অর্থ সাহায্য করে থাকে।

প্রধানমন্ত্রী ফাসল বিমা যোজনা কোন কোন ক্ষতির ক্ষেত্রে সরকার টাকা দিয়ে থাকেন?

1. বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক ভাবে লাগা আগুন, ভূমিধস, কীটপতঙ্গ এবং রোগের মতো অপ্রতিরোধ্য কারণে যদি কৃষকরা ফসল ক্ষতির সম্মুখীন হয় তাহলে প্রধানমন্ত্রী ফাসল বিমা যোজনার মাধ্যমে ক্ষতি পূরণের টাকা পাওয়া যাবে।

2. বর্ষাকালে বৃষ্টির কারণে যদি কৃষকরা ফসল রোপন করতে না পারে তাহলে কৃষককে মোট বীমার 25% পর্যন্ত ক্ষতি পূরণ দেওয়া হবে, তবে সেক্ষেত্রে কৃষককে এই ক্ষতি পূরণ পাওয়ার জন্য যোগ্য তা প্রমান করতে হবে।

3. জমি থেকে ফসল তোলার সময় ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদির মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি শুকানো ফসল নষ্ট হয় তাহলে এই বীমার অধীনে কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে।

4. বেশ কিছু স্থানীয় দুর্যোগে এই বীমার টাকা দেওয়া হয় যেমন শিলাবৃষ্টি, ভূমিধস এবং জলজমে বেশ কিছু বিক্ষিপ্ত এলাকায় বিচ্ছিন্ন ভাবে ফসলের ক্ষতি হয় তাহলেও এই বীমার অধীনে ক্ষতিপূরণ পাওয়া যাবে।

🔥আরও পড়ুনঃ-

👉 Taruner Swapna Scheme 2023: ছাত্রছাত্রীদের স্মার্টফোনের ১০ হাজার টাকা কবে ঢুকবে?

প্রধানমন্ত্রী ফসাল বিমা যোজনার টাকা কারা পাচ্ছে তা কিভাবে চেক করবেন (PM Fasal Bima Yojana Beneficiary list)?

প্রথমে উপভোক্তাকে প্রধানমন্ত্রী ফসাল বিমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmfby.gov.in তে যেতে হবে।

তার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিকে ক্লিক করতে হবে।

আপনার রসিদ নম্বরটা দিয়ে যথাযত ভাবে ক্যাপচা কোডটি লিখে চেক স্ট্যাটাস অপশনটিকে ক্লিক করতে হবে।

আপনার সামনে ২০২৩ এর প্রধানমন্ত্রী ফসাল বিমা যোজনার সুবিধাভোগীর লিস্ট প্রদর্শিত হয়ে যাবে।

এবার লিস্ট এর মধ্যে থেকে আপনার নামকে যাচাই করার জন্য কম্পিউটারের জন্য Ctrl+F বটন কে ক্লিক করে আপনার নামটি লিখে যাচাই করতে পারেন। আর মোবাইলের ক্ষেত্রে স্কল করে আপনার নামটি খুঁজে বের করতে হবে।

Leave a Comment