আপনিকি রেলওয়েতে চাকরি করার জন্য পস্তুতি নিচ্ছেন? তাহলে আপনাকে বলে রাখি ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে নিয়োগ সম্পর্কিত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যোগ্য মহিলা এবং পুরুষ উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক পাস এবং সঙ্গে থাকতে হবে ITI । এই নিয়োগটির জন্য আবেদন শুরু হয়ে গেছে জুলাইয়ের ৫ তারিখ থেকে যা চলবে আগস্টের ২ তারিখ পর্যন্ত।
আবেদনকারীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, এস সি, এস টি, ওবিসি, এবং পি ডাব্লি বি প্রার্থীদের জন্য বয়েসের ছাড় রয়েছে। এস সি, এবং এস টি প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পাবেন, ওবিসিরা তিন বছরের ছাড়, এবং হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছরের ছাড় রয়েছে।
আবেদন ফ্রিস
আবেদনকারী প্রার্থী যদি জেনারেল এবং ওবিসি পুরুষ হয় তাহলে প্রার্থীকে আবেদন করার জন্য ১০০ টাকা ফ্রিস দিতে হবে। আর যদি আবেদনকারী এস সি, এস টি, পিডব্লিউডি এবং মহিলা হয় তাহলে তাদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আবেদন করা যাবে।
🔥আরও পড়ুনঃ-
👉 Uniform Civil Code: এক দেশ এক আইন চালু হতে চলেছে ভারতবর্ষে। জানু বিস্তারিত
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগের জন্য আবেদন অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে করতে হবে। প্রার্থীর সমস্ত অরজিনাল ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে পাঠাতে হবে। তবে এই নিয়োগের জন্য প্রার্থীকে কোনরকম পরীক্ষা হবে না, আবেদনকারী প্রার্থীর মাধ্যমিকে সর্বনিম্ন ৫০% নাম্বার সহ আইটিআই থাকতে হবে অ্যাপেন্ডিক্স এর উপর এক্ষেত্রেও প্রার্থীর ITI স্কোর সর্ব নিম্ন ৫০% এর উপর থাকতে হবে । প্রার্থীর মেরিটের উপর নির্ভর করে এই নিয়োগটি করা হবে।
মোট কয়টি শূন্য পদ এবং কোন পোস্টে নিয়োগ করা হবে?
এই নিয়োগগুলি ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রিফ্রিজরেশান এন্ড এয়ারকন্ডিশনার মেশিন, প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাসিস্ট্যান্ট পদে করা হবে। এই পোস্ট গুলির জন্য মোট শূন্য পদ হল 237 টি। যার মধ্যে ফিটারে নিয়োগ করা হবে ১০১ জন ওয়েল্ডারে ৫ জন, ইলেকট্রিশিয়ান ৭৬ জন, রিফ্রিজরেশান এন্ড এয়ারকন্ডিশনার মেশিন ১৬ জন, এবং প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাসিস্ট্যান্ট পদে ৩৯ জনকে নিয়োগ করা হবে।
রেলের তরফ থেকে প্রার্থীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা
এই সমস্ত প্রার্থীদেরকে এক বছরের জন্য রেলে তরফ থেকে ট্রেনিং দেয়া হবে। পরবর্তীকালে যখন রেলে নিয়োগ করা হবে এই প্রার্থীরা অগ্রাধিকার পাবে। তবে এই ট্রেনিংয়ের জন্য প্রার্থীকে নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করতে হবে অর্থাৎ মাধ্যমিকে ৫০% নাম্বার থাকতে হবে এবং আইটিআইতে ৫০% নাম্বার পেয়ে পাস করতে হবে। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে এই নিয়োগটি করা হবে।