আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? আপনি কি একটি ভালো চাকরির খোঁজ করছেন? তাহলে বলে রাখি আপনার কাছে এয়ারপোর্টে চাকরি করার একটি ভালো সুযোগ রয়েছে। IGI AVIATION SERVICES PVT LTD তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করা হয়েছে। আর গোটা নিয়োগ প্রসেসটা চালাবে এই সংস্থাটা হাত থেকে। এয়ারপোর্টের সমস্ত নিয়োগ এই আইজিআই এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড সংস্থা করে থাকে। এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, কয়টি ধাপে নির্বাচন করা হবে, আবেদন কিভাবে করবে?
পদ, বেতন এবং আবেদনের শেষ তারিখ
কাস্টমার সার্ভিস এজেন্ট পদে নিয়োগ করা হবে, যার নিম্নতম শিক্ষাগত যোগ্যতা ও উচ্চ মাধ্যমিক পাস, বেতন থাকবে ২৫০০০ থেকে ৩৫০০০ টাকা, বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ৩১ এ জুলাই ২০২৩ হল আবেদনের শেষ তারিখ।
এই পোস্টে আবেদন করার জন্য কোনরকম এয়ারলাইন্স সার্টিফিকেটের অথবা ডিপ্লোমার প্রয়োজন হবে না ছেলে-মেয়ে উভয় ফ্রেসার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। যারা উচ্চমাধ্যমিকে রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ।
কি ধরনের প্রশ্ন হবে?
এই শূন্য পদে আবেদন করার জন্য আবেদনকারীকে লিখিত পরীক্ষা দিতে হবে। জেনারেল এওয়ারনেসের জন্য ২৫ নম্বর, এভিয়েশন নলেজ থাকবে ২৫ নম্বর, ইংলিশ নলেজ থাকবে ২৫ নম্বর, অ্যাপটিটিউড এন্ড রিজিনিং থাকবে ২৫ নম্বর। ১০০ নম্বরে পরীক্ষা হবে আর সময় থাকবে দেড় ঘন্টা।
মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে ১০০ নম্বরে, নেগেটিভ মার্কিং থাকবে না। এক একটি প্রশ্নের জন্য ১ নাম্বার করে দেওয়া হবে। ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে। কোশ্চেন পেপার দুটি ভাষা তে সেট করা হয়েছে। একটি হলেও ইংরেজি আর অপরটি হল হিন্দি। অন্যান্য ভাষাতে কোশ্চেন থাকবে না।
🔥আরও পড়ুনঃ-
👉 আপনার এলাকার পঞ্চায়েত ভোটের লাইভ রেজাল্ট কিভাবে আপনার মোবাইতে দেখবেন?
পরীক্ষা কবে হবে?
এই পরীক্ষাটি গত মাস অর্থাৎ আগস্ট মাসে হবে,এবং পরীক্ষা নেবার ২০ দিনের মধ্যে এর রেসাল্ট আউট হয়ে যাবে, কোন সমস্যা হলে সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে। এই পরীক্ষার এডমিড কার্ড এবং পরীক্ষার দিন এর অফিসিয়াল ওয়েবসাইট igiaviationdelhi.com তে জানিয়ে দেওয়া হবে।
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া
প্রার্থী লেখা পরীক্ষায় পাশ করলে তার ইন্টারভিউ হবে । সিলেকশন হওয়ার পর প্রার্থীকে একটি ট্রেনিং কমপ্লিট করতে হবে, আর এই ট্রেনিং করার জন্য আবেদনকারী কে ট্রেনিং ফ্রি বাবদ কিছু টাকা দিতে হবে। ট্রেনিং শেষে প্রার্থী কাজে নিযুক্ত হতে পারবে।
নির্বাচিত প্রার্থীর পোস্টিং
এই গোটা নিয়োগটি দিল্লিতে করা হবে। এর মাধ্যমে এয়ারপোর্ট, গাউন্ড হেডলিং কোম্পানি হসপিটালিটি, রিটেল আউটলেট, ফুড কোড, কারগো ফর সিএসএ প্রোফাইল ইত্যাদি ডিপার্মেন্টে চাকরি দেওয়া হবে।
পরীক্ষা সেন্টার
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি এবং কলকাতাতে পরীক্ষা হবে। এছাড়া বিভিন্ন রাজ্যে এদের পরীক্ষার সেন্টার রয়েছে। অনলাইনে এদের অফিসিয়াল ওয়েবসাইট https://igiaviationdelhi.com/ থেকে আপনাকে আবেদন করতে হবে।