Paramparik Scholarship: শিক্ষার্থীরা পাবে পারম্পরিক স্কলারশিপ -এর ১০,০০০ টাকা।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

শিক্ষার মাধ্যমে কোন শিক্ষার্থীর অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটানো সম্ভব। আমাদের সমাজে অনেক মেধাবী দরিদ্র্য শিক্ষার্থী রয়েছে যারা অর্থের অভাবে তাদের উচ্চ থেকে উচ্চতর-শিক্ষা সম্পূর্ণ করতে পারে না। এই সমস্ত শিক্ষার্থীদের জন্য সরকার অনেক গুলি ছোট বড় স্কলারশিপের ব্যবস্থা করেছে।

সরকারি স্কলারশিপ গুলি ছাড়াও কিছু কিছু সংস্থা তারা মেধাবী দরিদ্র্য শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বেশ কিছু স্কলারশিপ চালু করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল পারম্পরিক স্কলারশিপ। এই নিবন্ধের মাধ্যেম আপনারা জানতে পারবেন পারম্পরিক স্কলারশিপ কি, আবেদন প্রসেস, কেমন যোগ্যতা লাগবে ইত্যাদি ব্যপারে বিস্তারিত তথ্য।

পারম্পরিক স্কলারশিপ (Paramparik scholarship) কি?

পারম্পরিক ফাউন্ডেশন নামক একটি সংস্থা যাদের অফিস কলকাতার 122 সি, আনন্দ পালিত রোড -এর কাছে (kol -14) এন্টালিতে, এই সংস্থাটি পশ্চিমবঙ্গে বসবাসকারী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য বৃত্তি প্রদান করে, এই শিক্ষামূলক বৃত্তিটি পারম্পরিক স্কলারশিপ (Paramparik scholarship) নামে পরিচিত । এই বৃত্তি গুলি সাধারণত দেওয়া হয় স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং তে পঠনরত শিক্ষার্থীদের জন্যে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল করলে এই স্কলারশিপটি পাওয়া যায়।

🔥আরও পড়ুন »

👉 Jyoti Prakash Scholarship: জ্যোতি প্রকাশ স্কলারশিপ দিচ্ছে ২৪ হাজার টাকা

পারম্পরিক স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপটি আর্থিক ভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারে সেই মেধা শিক্ষার্থীকে দেওয়া হয় যে শিক্ষার্থী ৮০% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে পাস করেছে। শুধু পাস করলে হবে না তাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই পড়াশোনা চালিয়ে যাবার খরচ বাবদ আর্থিক সাহায্য এবং বই কেনার জন্যেও টাকা দেওয়া হয়।

তবে এই সমস্ত শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্ধা হতে হবে। শিক্ষার্থীরা যদি মনে করে ভারতের অন্যত্র গিয়ে স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অথবা নার্সিং তে ভর্তি হব, তারাও বৃত্তির জন্য যোগ্য, তারাও চাইলে আবেদন করতে পারে।

পারম্পরিক স্কলারশিপের বৃত্তির পরিমাণ

পারম্পরিক স্কলারশিপের বৃত্তির পরিমাণ শিক্ষার্থী ভেদে বিভিন্ন হতে পারে। যেমন এটি নির্ভর করে শিক্ষার্থীর পারিবারিক অবস্থা কেমন, শিক্ষার্থী কোন কোর্স করছে তার জন্য কেমন খরচা লাগে। এখানে শিক্ষার্থীকে সর্বাধিক ১০,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়ে থাকে তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীর একাডেমিক বই সরবরাহ বা বই কেনার টাকা দেওয়া হয়ে থাকে।

পারম্পরিক স্কলারশিপের জন্য আবেদনর প্রক্রিয়া

পারম্পরিক স্কলারশিপের জন্য শিক্ষার্থীকে সম্পূর্ণ রূপে অনলাইনর মাধ্যমে আবেদন করতে হবে, সেক্ষেত্রে শিক্ষার্থীকে পরম্পরিক ফাউন্ডেশনের ইমেল আইডি paramparik_tradition@yahoo.co.in তে তার যাবতীয় তথ্য যেমন নাম, ঠিকানা, বর্তমানে কি কোর্স করছে তার বিবরণ, ভ্যালিড ইমেইল আইডি, ফোন নাম্বার, পরিবারের বাৎসরিক আয় ইত্যাদি দিয়ে একটি বায়োডাটার মতো তৈরি করুন এবং তার সঙ্গে আপনার উচ্চ মাধ্যমিকের মার্কসিড সহ বর্তমানে কোন কোর্সে ভর্তি হয়েছেন তার রসিদ স্ক্যান করে অ্যাটাচ করে পাঠিয়ে দিন।

Leave a Comment