ভারতে বসবাসকারী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি করছে। সম্প্রতি কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে।
যে প্রকল্পের মাধ্যমে বিশেষ রেশন কার্ড উপভোক্তারা পেতে পারেন সর্বচ্চ ৮০ হাজার টাকার আর্থিক সুবিধা, এবং যে টাকাটি সরাসরি ঢুকতে পারে উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে। আসুন নিচে দেখে নেওয়া যাক কোন কোন রেশন উপভোক্তারা ৮০ হাজার টাকা পেতে পারে, তারা কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগবে সে বিষয়ে বিস্তারিত তথ্য।
কোন রেশন কার্ড উপভোক্তারা পাবে 80 হাজার টাকা
যে সমস্ত বিপিএল রেশন উপভোক্তারদের বাড়ি রয়েছে কিন্তু তার রিপিয়ারিং করার জন্য সামর্থ্য নেই তাদেরকে এই প্রাকল্পের মাধ্যমে ৮০ হাজার টাকা সাহায্য করা হবে। এই প্রকল্পটির নাম হলো বি আর আম্বেদকর আবাস সংস্কার প্রকল্প। আগে এই প্রকল্পটি বিশেষত তপশিলি উপজাতিদের মধ্যে যাদের বিপিএল কার্ড রয়েছে তাদের দেওয়া হতো।
সাম্প্রতিক ডি সি অশোক কুমার গার্গে জানিয়েছেন যে এই প্রকল্পের টাকা এবার থেকে সমস্ত বিপিএল কার্ড উপভোক্তারা পাবেন। আগে এই প্রকল্পে ৫০ হাজার টাকা করে দেওয়া হতো, বর্তমানে তা বারিয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে।
🔥আরও পড়ুন »
👉 Employment Bank WB: রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক -এর বিজ্ঞপ্তি, 200 শূন্য পদে কর্মী নিয়োগ।
এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে?
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সুবিধাভোগীকে বেশ কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রথমে তাকে জানতে হবে, সুবিধাভোগী যে বাড়িটি রিপিয়ারিং করতে চায় সেই বাড়ির বয়স কম পক্ষে 10 বছরে বেশি হতে হবে, এবং বর্তমানে ওই বাড়ির মেরামত করার প্রয়োজন আছে। তবে সেই ব্যক্তি এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারে।
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সুবিধাভোগীকে অবশ্যই ভারতের নাগরিক সহ একটি ভ্যালিড বিপিএল কার্ড থাকতে হবে। যদি কোন ব্যক্তি এ প্রকল্পের সাহায্য পেতে চায়, অথচ তার বিপিএল কার্ড নেই, তাহলে ওই ব্যক্তিকে তার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। এই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ওই ব্যক্তি এই প্রকল্পের জন্য চাইলে আবেদন করতে পারে।
আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
আবেদনকারীর আধার কার্ড থাকাটা বাদ্ধতা মূলক। তার বিপিএল রেশন কার্ড, ব্যাঙ্ক একাউন্ট, একটি ভ্যালিড মোবাইল নম্বর, বিদ্যুতের বিলের প্রমাণ স্বরূপ কাগজ এবং সর্বোপরি ওই ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তার হিসাবের কাগজ।