রাজ্যের এক্সচেঞ্জ অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ২০০ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগে আবেদন করার জন্য আবেদনকারীর এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত থাকার কোন প্রয়োজন নেই।
প্রত্যেক ইচ্ছিক প্রার্থী এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবে। এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই নিয়োগটি কোন পোস্টের জন্য হচ্ছে , বেতন কত, প্রার্থীর যোগ্যতা, কোথায় নিয়োগ হবে, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য।
কোন পদের জন্য নিয়োগটি হচ্ছে?
এআইএম হাই এইচআর সলিউশন (AIM High HR Solutions) এর পক্ষ থেকে এই নিয়োগটি করা হবে। এখানে ডেলিভারি পার্টনার পোস্টে মোট ২০০ জন ছেলে প্রার্থীকে নিয়োগ করা হবে যাদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ
এই আবেদন পর্বটি চলবে ৩০ শে জুলাই ২০২৩ পর্যন্ত।
কোথায় নিয়োগ করা হবে?
এলাস্টিক রান (Elastic Run) কোম্পানির তরফ থেকে এই নিয়োগটি হবে। যোগ্য প্রার্থীদের চাকরি হবে কলকাতার মধ্যে। এই নিয়োগটি কলকাতার দুটি স্থানে করা হবে, তার মধ্যে একটি হলো গিরিশ পার্ক যেখানে ১০০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। এছাড়া চিনার পার্ক এখানে আরোও ১০০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
🔥আরও পড়ুন »
👉 শুরু হল মাধ্যমিক পাশে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন, উচ্চমাধ্যমিকের কবে?
আবেদনকারী প্রার্থীর যোগ্যতা
ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থেকে আরম্ভ করে সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা পর্যন্ত কেবলমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগটি মূলত ডেলিভারি বয় পদের জন্য নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থী সাইকেল চালাতে পারে তারা আবেদন করতে পারে। সর্বচ্চ দু কিলোমিটার পথ পর্যন্ত সাইকেল চালিয়ে ডেলিভারি করতে হতে পারে।
বেতন
এখানে প্রার্থীকে আট ঘন্টা ডিউটি করতে হবে, যার জন্য প্রার্থী মাসিক ৮ হাজার থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। থাকার জন্য কোম্পানি তরফ থেকে প্রার্থীকে একটি রুম দেবে, এবং একটি সাইকেল দেবে, যে সাইকেলের মাধ্যমে প্রার্থী ডেলিভারি করতে পারবে।
আবেদন করার জন্য প্রার্থীর প্রয়োজনীয় নথি:
প্রার্থীর আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আরো বেশি তথ্যের জন্য প্রার্থী এর হেল্প নম্বর ৯৮০৮৮৬১৬৪৬৯ তে ফোনে করে কথা বলতে পারেন।
এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি টা দেয়া হয়েছে । যারা আবেদন করতে চান তারা ৯৮০৮৮৬১৬৪৬৯ এই হেল্পলাইনে ফোন করে চাকরির বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেবেন।
Notice: নিয়োগের আগে প্রার্থীকে অবশ্যই এই নিয়োগটি সম্পর্কিত সমস্ত রকম তথ্য যাচাই-বাছাই করে নিতে হবে। আরো বিস্তারিত জানতে Employment Bank -এর বিজ্ঞপ্তি লিঙ্ক – দেখুন