জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে 17/07/2023 তে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে , যার মেমো নং- DH&FW/COB/3461। মোট ১৯ টি শূন্য পদে এই নিয়োগটি করা হবে। যেখানে মাসিক ২০ হাজার থেকে সর্বাধিক ৩৫ হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে।
প্রার্থীকে www.wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ গুলি কোচবিহার জেলার জেলা হসপিটালে হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক বিভিন্ন পদে এই নিয়োগ গুলি করা হবে।
আমার এই নিবন্ধের মাধ্যমে আপনাদেরকে জানাবো জেলা হসপিটালে এই নিয়োগ গুলি কি কি পদের জন্য করা হবে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য কত শূন্য পদ রয়েছে, মাসিক কত টাকা বেতন দেওয়া হবে তার বিস্তারিত তথ্য।
কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে এবং কত শূন্য পদ রয়েছে?
কোচবিহারের জেলা হসপিটালে এই নিয়োগ গুলি স্টাফ নার্স, কাউন্সিলর, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডাটা ম্যানেজার, লেবোরেটরি টেকনিশিয়ান এবং ব্লক এপিডেমিওলোজিস্ট পোস্টের জন্য করা হবে।
স্টাফ নার্সের জন্য শূন্য পদ ১ টি, কাউন্সিলর -এর জন্য শূন্য পদ ১ টি, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য শূন্য পদ ৫ টি, ব্লক ডাটা ম্যানেজার এর জন্য শূন্য পদ ৩ টি, লেবোরেটরি টেকনিশিয়ানের জন্য শূন্য পদ ৬ টি, এবং ব্লক এপিডেমিওলোজিস্ট -এর জন্য শূন্য পদ ৩ টি।
🔥আরও পড়ুনঃ-
👉 Government Job: MES -এর তরফ থেকে 41822 টি শূন্য পদে নিয়োগ, মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে।
স্বাস্থ্য কর্মী নিয়োগে আবেদনের সময়সীমা?
এই নিয়োগের আবেদন পর্বটি 19.07.2023 থেকে 03.08.2023 তারিখ পর্যন্ত চলবে।
এই সমস্ত পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
স্টাফ নার্সের জন্য জিএনএম কোর্স করা থাকতে হবে, কাউন্সিলর পোস্টের জন্য প্রার্থীকে সায়েন্সে গ্রাজুয়েট থাকতে হবে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য বি এসসি করতে হবে লাইফ সাইন্সতে, এবং সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা মেনেজমেন্ট এর উপর ডিপ্লোমা থাকতে হবে। MS অফিসের অ্যাডভান্স কাজ জানতে হবে।
ব্লক ডেটা ম্যানেজার পোস্টের জন্য ডিপ্লোমা করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর এবং যেকোনো শাখায় গ্রাজুয়েশন কম্প্লিড থাকতে হবে। লেবোরেটরি টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীকে সাইন্সে উচ্চমাধ্যমিক পাশ এবং ল্যাবরেটরি ডিপ্লোমা (DLT) থাকতে হবে। ব্লক এপিডেমিওলজিস্ট পদের জন্য লাইফ সায়েন্স তে M.Sc /এপিডেমিওলজি অথবা BAMS/BHMS/BUMS সঙ্গে MPH থাকতে হবে।
বিভিন্ন পদের জন্য প্রার্থী বয়সসীমা
স্টাফ নার্স পদের জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছর, পোস্ট কাউন্সিলর পদের জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছর, পোস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছর, পোস্ট ব্লক ডাটা ম্যানেজার পদের জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছর,
লেবোরেটরি টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীর বয়স ১৯ বছর থেকে ৪০ বছর এবং ব্লক এপিডেমিওলোজিস্ট পোস্টের জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। এই বয়স নির্ধারন করা হবে ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী। সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়েসের ছাড় রয়েছে।
বিভিন্ন পদের জন্য মাসিক বেতন
স্টাফ নার্স -এর মাসিক বেতন 25000 টাকা, কাউন্সিলর -এর মাসিক বেতন 20000 টাকা, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার -এর মাসিক বেতন 35,000 টাকা, ব্লক ডাটা ম্যানেজার -এর মাসিক বেতন 22000 টাকা, লেবোরেটরি টেকনিশিয়ান -এর মাসিক বেতন 22000 টাকা এবং ব্লক এপিডেমিওলোজিস্ট পোস্টের জন্য মাসিক বেতন 35000 টাকা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – দেখুন