চাকরি প্রার্থীদের কাছে কেন্দ্র সরকারি চাকরি করার দারুন সুযোগ। ভারতীয় মেট্রো রেলর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে একাধিক পোস্টে বিভিন্ন শূন্য পদে মেট্রো রেল কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীকে 01 আগস্ট, 2023 তারিখের মধ্যে তার আবেদনটি করে নিতে হবে।
এই সমস্ত পোস্টের জন্য সর্বোচ্চ ৫৫ বছর বয়েসী প্রার্থীরা আবেদন করতে পারবে। এই নিবন্ধের মাধমে আপনারা জানতে পারবেন মেট্রো রেলের এই নিয়োগটি কোথায় করা হবে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, কি কি পোস্টে নিয়োগ করা হবে ইত্যাদি ব্যাপারে বিস্তারিত তথ্য।
মেট্রোরেলের কোন কোন পোস্টে এই নিয়োগ গুলি করা হবে?
মেট্রোরেলের এই নিয়োগ গুলি মোট 17 টি পোস্টে একাধিক পদে করা হবে। পোস্ট গুলির নাম নিচে উল্লেখ করা হলো।
সুপারভাইজার (Supervisor), জেনারেল ম্যানেজার (General Manager), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (Assistant General Manager), ডেপুটি ইঞ্জিনিয়ার (Deputy Engineer), এনভিরমেন্ট সাইন্টিস্ট (Environment Scientist), জুনিয়ার ইঞ্জিনিয়ার (Jr. Engineer and Junior Engineer), প্রজেক্ট এসিস্টেন্ট (Project Assistant) সিনিয়র ডেপুটি ম্যানেজার (Sr. Deputy General Manager), ডেপুটি জেনারেল ম্যানেজার (Deputy General Manager and Dy. General Manager) ইত্যাদি এই পোস্ট গুলিতে মুম্বাই মেট্রোরেলের তরফ থেকে নিয়োগ করা হবে।
🔥আরও পড়ুনঃ-
👉 ১১৩২ টি শূন্য পদে ক্লার্ক নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩১ শে জুলাই
চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবে?
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। যেখানে যোগ্য চাকরি প্রার্থীকে প্রথমে মেট্রোরেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, অনলাইন আবেদনের লিঙ্ক (নিচে দেওয়া আছে) তে ক্লিক করতে হবে। তার পর প্রার্থী কোন পোস্টের জন্য আবেদন করছে তার নাম সিলেক্ট করতে হবে, এবং আধার কার্ড এর নাম্বার দিতে হবে। প্রার্থীর Photo এবং Resume কে আগে থেকে স্ক্যান করে রাখতে হবে, এবং ফাইল Upload অপশনতে গিয়ে এই ফাইল দুটিকে Upload করতে হবে। এবার প্রার্থীর যাবতীয় নথি দিয়ে অনলাইন ফর্মটিকে ফিলাপ করে সাবমিট করতে হবে।
আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদেরকে অবশ্যয় বিভিন্ন শাখায় কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি কোর্স কম্প্লিড করতে হবে। ডিটেলস নিচে অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।
আবেদনকারী প্রার্থীর বয়সসীমা
এখানে আবেদনকারী প্রার্থী সর্বচ্চ ৩৫ বছর থেকে সর্বচ্চ ৫৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তবে পদ অনুযায়ী প্রার্থীর বয়েস কম বা বেশি হবে। যেমন General Manager এর ক্ষেত্রে সর্বচ্চ ৫৫ বছর, Senior Deputy General Manager এর ক্ষেত্রে সর্বচ্চ ৫০ বছর, Senior Deputy General Manager এর ক্ষেত্রে সর্বচ্চ ৫০ বছর, Deputy General Manager এর ক্ষেত্রে সর্বচ্চ ৪০ বছর,
Deputy General Manager এর ক্ষেত্রে সর্বচ্চ ৪০ বছর, Assistant General Manager এর ক্ষেত্রে সর্বচ্চ ৪০ বছর, Assistant General Manager (Material Management) এর ক্ষেত্রে সর্বচ্চ ৪০ বছর, Assistant General Manager (S&T) এর ক্ষেত্রে সর্বচ্চ ৪০ বছর, ইত্যাদি বয়েস সীমা রয়েছে। এছাড়া সংরক্ষিত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য বয়েসের ছাড় রয়েছে।
আবেদনের সময়সীমা
এই পোস্ট গুলিতে আবেদন করতে গেলে প্রার্থীকে ২১শে জুলাই থেকে ১লা আগস্ট ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
মাসিক বেতন
১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন হবে। আরো বিস্তারিত জানার জন্য নিচে অফিসিয়াল নোটিশটি দেখার জন্য অনুরোধ রইলো।
OFFICIAL 1. NOTIFICATION: CLICK HERE
2. NOTIFICATION: CLICK HERE
Application Form Link 1: CLICK HERE
Application Form Link 2: CLICK HERE