কেন্দ্রীয় সরকারের বালিকা সমৃদ্ধি যোজনায় পাবেন পড়াশোনার জন্য টাকা

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

কন্যা সন্তানের শিখ্যা প্রদান এবং তাদের সামাজিক স্বীকৃতির লক্ষ্যে কেন্দ্র-সরকার সহ রাজ্য-সরকার কন্যা সন্তানদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে, তার মধ্যে একটি হল বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samriddhi Yojana)

গ্রাম হোক বা শহর অঞ্চল, বিশেষ করে দরিদ্র পরিবার গুলির কাছে কন্যা সন্তান হয় অবহেলিত, তাদেরকে অল্প বয়েসে পড়াশোনা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে অল্প বয়েসে বিয়ে দেওয়ার কাজ হয়ে থাকে।

কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা চালু করা নানা প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানদেরকে আর্থিক ভাবে সাহায্য করে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দেওয়া, যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

রাজ্য সরকার মেয়েদের শিখ্যার জন্য যেমন কন্যাশ্রী প্রকল্প চালু করেছে , ঠিক তেমনি কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করেছেন। কন্যাশ্রী প্রকল্পের  প্রধান উদ্দেশ্য হল মেয়েদেরকে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করা এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করা।

কেন্দ্রীয় সরকারের প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও এর মাধ্যমে মেয়েরা জন্ম থেকে শুরু করে লেখাপড়া করা পর্যন্ত সরকার নানান ভাবে অর্থ সাহায্য করে থাকে। মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ন প্রকল্প হল বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samriddhi Yojana)

বালিকা সমৃদ্ধি যোজনায় মেয়েরা কি কি সুবিধা পেয়ে থাকে?

সমাজে পিছিয়ে পড়া পরিবারের বালিকাদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রচলিত বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে মেয়েরা বেশ কিছু সুবিধা পেয়ে থাকে সেগুলি হল নিম্নরূপ:

i) শিশু কন্যা জন্ম গ্রহণ করলে সরকার সেই পরিবারকে ৫০০ টাকার সাহায্য করে থাকে, এছাড়াও ধাপে  ধাপে বিভিন্ন পর্যায়ে সরকার আরো সাহায্য করে।

ii) বালিকার জন্ম থেকে শিক্ষা জন্য বার্ষিক পর্যাক্রমে আর্থিক সাহায্য করা হয়ে থেকে।

🔥আরও পড়ুনঃ-

👉 PM কিষাণ সম্মান নিধির 14 তম কিস্তির টাকা কবে ঢুকবে চেক করুন

কারা কারা বালিকা সমৃদ্ধি যোজনার সুবিধা পাবেন?

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে ওই পরিবারকে বিপিএল (BPL) তালিকার অন্তর্ভুত হতে হবে, এছাড়া ওই পরিবারে সর্বাধিক দুইটি কন্যা সন্তান এই প্রকল্পের লাভ নিতে পারবে।

কাদের মাধ্যমে বালিকা সমৃদ্ধি যোজনা সুবিধা পাওয়া যাবে?

গ্রাম অঞ্চলের ক্ষেত্রে শিশু উন্নয়ন পরিষেবা আর শহরের জন্য স্বাস্থ্য বিভাগ (Health Department) এই সুবিধা গুলিকে প্রদান করবেন।

বালিকা সমৃদ্ধি যোজনার আবেদন পদ্ধতি:

এই যোজনার লাভ পেতে গেলে উপরে উল্লেখিত শিশু উন্নয়ন বা স্বাস্থ্য বিভাগে অফলাইন ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কন্যা সন্তানের মা অথবা বাবাকে অঙ্গনওয়াড়ি কর্মীর অথবা হেলথ সেন্টার থেকে ফ্রম নিয়ে পূরণ করতে হবে।

বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

এই প্রকল্পের সুবিধা নেবার জন্য যে সমস্ত ডকুমেন্ট থাকা জারুলি সে গুলি হল নিম্নানুরূপ-

  • যার নামে হবে সেই কন্যার Birth Certificate
  • সন্তানের বাবা মায়ের Residential Certificate
  • সন্তানের মা-বাবার Identity Card (আধার কার্ড/রেশন কার্ড/ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক)

বালিকা সমৃদ্ধি যোজনায় কেমন সাহায্য পাওয়া যায়?

এই যোজনায় পরিবারের কন্যা সন্তানরা তাদের পঠনরত শ্রেণী অনুসারে বিভিন্ন পর্যায়ে সাহায্য পেয়ে থাকে, সে গুলি হল নিম্নানুরূপ:

  • প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পঠনরত কন্যা সন্তানরা প্রতি বছর বার্ষিক ৩০০ টাকা করে পাবে।
  • চতুর্থ শ্রেণীতে পঠনরত কন্যা সন্তানরা পাবে ৫০০ টাকা
  • পঞ্চম শ্রেণীতে পঠনরত কন্যা সন্তানরা পাবে ৬০০ টাকা
  • ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পঠনরত কন্যা সন্তানরা পাবে ৭০০ টাকা
  • অষ্টম শ্রেণীতে পঠনরত কন্যা সন্তানরা পাবে ৮০০ টাকা
  • নবম ও দশম শ্রেণীতে পঠনরত কন্যা সন্তানরা পাবে বার্ষিক ১০০০ টাকার আর্থিক সাহায্য ।

Leave a Comment