কেন্দ্র সরকারের বড় ঘোষণা সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (আধা সরকারি) কর্মীরা পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি মহার্ঘ ভাতা। আগামী আগস্ট মাস থেকে কর্মচারিদের ব্যাঙ্ক একাউন্টতে ঢুকতে চলেছে এই DA। সরকারি এই সেক্টর গুলো 1987 সাল এবং 1993 সাল এর উপর বেশ করে IDA বেতন পেয়ে থাকে।
DA হারকে সংশোধন করার ফলে এই সমস্ত কর্মচারিরা সরাসরি উপকৃত হবেন। আর এই সংশোধনের ফলে জুলাই মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতার হিসেবে করা হবে। কেন্দ্র সরকারের এই DA -এর লাভ ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস (DPI) এবং সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ অধীনস্ত কর্মচারিরা পাবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে।
সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSEs) কি?
সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSEs) হল সরকারী মালিকানাধীন কোম্পানি যেমন এর আন্ডারে রয়েছে-
- ১. অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC)
- ২. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)
- ৩. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)
- ৪. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)
- ৫. হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)
- ৬. ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)
- ৭. পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PowerGrid)
- ৮. কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)
- ৯. ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)
- ১০. গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL)
এগুলি ভারতের আরো অসংখ্য সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSE) রয়েছে। যারা ভারত সরকারের নানান সেক্টরে কাজ করে।
🔥আরও পড়ুনঃ-
👉 PM আবাস যোজনার বড় খবর! ডিসেম্বর মাসের মধ্যে সবার মাথায় পাকা ছাদ
এই সমস্ত কর্মচারীদের ডিএ কেমন বাড়বে?
- বেসিক বেতন 3500 টাকা পর্যন্ত 15,428 টাকা সাপেক্ষে 701.9%।
- বেসিক বেতন 3501 টাকা থেকে 6500 টাকা পর্যন্ত 526.4% ।
- বেসিক বেতন 6501 টাকা থেকে 9500 টাকা পর্যন্ত 421.1% ।
- বেসিক বেতন 9501 টাকা থেকে 40,005 টাকা পর্যন্ত 351.0% ।
কেন্দ্র সরকারের সমস্ত কর্মীদের DA আবার কবে বাড়বে?
প্রত্যেক বছর কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বছরের দু-বার দেওয়া হয়। এ বছর মার্চ মাসে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ ৪% দেওয়া হয়েছিল। যা বেরে হয়েছিল মূল বেতনের ৪২%। এবার এই মহার্ঘ ভাতা আরও ৪% হবে বলে মনে করা হচ্ছে । তখন কেন্দ্র সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা হবে মূল বেতনের ৪৬%। পরবর্তী ডিএটা অক্টোবর মাসে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী বছর ডিএ বেড়ে ৫০% হয়েগেলে, এটি তখন মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তখন ডিএ পুনরায় শূন্য হয়ে যাবে, আবার ডিএ প্রথম থেকে শুরু হবে। 2016 সালে একটি নিয়ম করে বলা হয়েছিল যে ডিএ ৫০% বৃদ্ধি হলে তা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্র সরকারি কর্মচারিদের বেতন বেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং পাবে।