PM আবাস যোজনার বড় খবর! ডিসেম্বর মাসের মধ্যে সবার মাথায় পাকা ছাদ

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

দরিদ্র মানুষদের কল্যাণ সাধনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিটি নাগরিক যাদের নিজস্ব জমি আছে তাদের মাথার উপর ছাদ নিশ্চিত করে সরকার। কেন্দ্র সরকার আগত লোকসভা ইলেকশনের কথা মাথায় রেখে আবাস যোজনার সমস্ত বাড়ি তৈরির টার্গেট এই বছর ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার আদেশ দিয়েছেন।

সরকারের মোট লক্ষ্যমাত্রা 29,300,000 সংখ্যক বাড়ির মধ্যে ২৪,000,000 সংখ্যক বাড়ি জুলাই মাসের মধ্যে তৈরি হয়ে গেছে। আর ৫,000,000 সংখ্যক বাড়ি তৈরির অনুমোদন সরকার দিয়ে দিয়েছে। 300,000 সংখ্যক বাড়ি তৈরির অনুমোদন সরকার শীঘ্রই দিয়ে দেবে। সরকারের যে সমস্ত প্রকল্প এখনো পর্যন্ত অসমাপ্ত অবস্থায় রয়েছে, সরকার তার সর্বোচ্চ লক্ষ্যমাত্রা ২০২৪ সালের ২৬ শে জানুয়ার পর্যন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY Scheme) ৫৩০০০০০ সংখ্যক বাড়ি তৈরির সময় সীমা 

এখন বর্ষাকাল পড়ে যাওয়ায় কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি কাজ খুবই ধীর হয়ে গেছে। ভারত সরকার তার সমস্ত নাগরিকের মাথার ছাদের স্বপ্ন পূরণ করতে চাই, ২০২৩ পার হলে সামনের বছর ২০২৪ লোকসভা নির্বাচন।

এই নির্বাচনের আগে কেন্দ্র সরকার সমস্ত রকম অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করতে চায়। সেই লক্ষ্যমাত্র নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সমস্ত বাড়ি কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি, তা এই বছর ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

🔥আরও পড়ুনঃ-

👉 পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং মেম্বার মাসে কত বেতন পায়?

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PMAY Scheme Eligibility) কারা বাড়ি পাবে?

যে সমস্ত ভারতীয় নাগরিক তাদের পরিবারের বাৎসরিক আয় ৩ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে রয়েছে, একমাত্র সেই সমস্ত নাগরিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আবেদন করতে পারবেন।

ভারতের যে নাগরিক এই প্রকল্পের জন্য আবেদন করবে। সেই নাগরিকের ভারতে আর অন্য কোনো জায়গায় পাকা বাড়ি থাকা চলবে না। তাহলে সেই নাগরিক এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবে।

যে সমস্ত নাগরিক ইতিমধ্যে একবার আবাস যোজনা প্রকল্পে টাকা পেয়ে গেছে, সেই সমস্ত নাগরিকে দ্বিতীয়বারের জন্য সুবিধা পেতে এই প্রকল্পের আবেদন করা যাবে না।

যে সমস্ত নাগরিকের নিজের নামে জায়গা নেই সেই সমস্ত নাগরিক কিন্তু এই আবাস যোজনা ঘরের জন্য আবেদন করতে পারবে না।

আবেদনকারী অবশ্যই আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট থাকতে হবে। এখনকার দিনে সমস্ত রকম সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে, একজন নাগরিকের আধার কার্ড থাকাটা বাধ্যতা মূলক হয়ে গেছে।

Leave a Comment