করোনা মহামারীর সময় কেন্দ্রসরকার রেশন কার্ডের সুবিধাভোগীদের বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে, যার সুবিধা এখন গোটা দেশবাসি ভোগ করছেন। এই রেশন নিয়ে দুর্নীতিও কম নয়, এই রাজ্যে প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড কে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
সরকার চাইছে রেশনের এই দুর্নীতি থেকে চিরতরে মুক্তি পেতে, তাই সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেয়া হচ্ছে। ভুয়ো রেশন কার্ড কে চিহ্নিত কারণের ক্ষেত্রে রেশন কার্ড আধার লিঙ্ক (Ration card Aadhar link) -এর ভূমিকা অপরিসীম।
দুর্নীতি রুখতে সরকার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতা মূলক করে দিয়েছে। এমন অনেক ব্যক্তি আছে যাদের নামে একাধিক রেশন কার্ড আছে, যা ধরা সম্ভব এক মাত্র রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এর মাধ্যমে, কারণ এখানে হাতের ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে ভুয়ো সুবিধাভোগীদেরকে চিহ্নিত করা খুবই সহজ।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত হবার কারণে রাজ্যে প্রতি মাসে কয়েক কোটি টাকা করে সাশ্রয় হবে।
কাদের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে?
কেন্দ্রসরকার এই ভুয়ো রেশন কার্ডকে বাতিল করার লক্ষ্যে রেশন কার্ড এর সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতা মূলক করেছিল, এবং এই লিঙ্ক এর সর্বচ্চসীমা ৩০শে জুন পর্যন্ত ধার্য করা হয়েছিল। কিন্তু লক্ষ-লক্ষ মানুষের এখন পর্যন্ত রেশন-আধার লিঙ্ক না হবার কারণে সরকার এই সময় সীমা বাড়াতে বাধ্য হয়।
এখন এই রেশন-আধার লিঙ্ক এর সময় সীমা বেড়ে হয়েছে ৩০শে সেপ্টেম্ব। এই উল্লেখিত তারিখের মধ্যে যে সমস্ত সুবিধাভোগীরা রেশন কার্ড আধার লিঙ্ক (Ration card Aadhar link) করবে না তাদের রেশন চিরতরে বন্ধ হয়ে যাবে, আর বিনা মূল্যে রেশন পাবে না।
🔥আরও পড়ুনঃ-
👉 কেন্দ্রীয় সরকারের বালিকা সমৃদ্ধি যোজনায় পাবেন পড়াশোনার জন্য টাকা
রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা কিভাবে চেক করবেন?
আপনার আধার কার্ডটি রেশন কার্ড এর সঙ্গে লিঙ্গ আছে কিনা আপনি অতি সহজে আপনার ঘরে বসে মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। এর জন্য প্রথমে Food & Supplies এর অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -তে যেতে হবে, তার পর আপনাকে RATION CARD অপসনের উপর ক্লিক করতে হবে ।
এর পর Check Aadhaar linking Status of your Ration Card অপসনের উপর ক্লিক করুন, একটি নতুন পেজ ওপেন হলে আপনার Ration Card এর নাম্বার আর Ration Card Category দিয়ে ফিল-আপ করলে আপনি জানতে পারবেন আপনার রেশন কার্ডটি আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক আছে কিনা।
রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবে?
রেশন কার্ড আধার লিঙ্ক চেক করার মতো এটিও খুবই সহজ কাজ। আপনারা প্রথমে Food & Supplies এর গভর্মেন্ট ওয়েবসাইট https://food.wb.gov.in/তে যান, তার পরে Link Ration Card with Aadhaar Card এই অপশনটিতে ক্লিক করুন।
এবার রেশন কার্ডের ক্যটাগরি সহ রেশন কার্ডের নাম্বারটা এন্ট্রি করুন, এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার যথাযত তথ্য দিয়ে সাবমিট করুন তাহলে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে, আর আপনি আপনার মূল্যবান রেশন পরিষেবার লাভ বিনা কোন বাধায় উপভোগ করতে পারেন।
কেন্দ্রসরকারের তরফ থেকে ফ্রি তে রেশন আর কত দিন দেওয়া হবে?
বিনা মূল্যে রেশন দেবার ব্যবস্থাটা চালু হয়েছিল করোনা কালে, ২ বছর ধরে এই পরিষেবাটি ফ্রিতে দিয়ে যাবে বলে জানিয়ে ছিল ভারত সরকার কিন্তু বিভিন্ন রাজ্য সরকার এবং সংস্থা থেকে অনুরোধ করার কারণে কেন্দ্রসরকার ফ্রি রেশন ব্যবস্থার শেষ দিন ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত ধার্য করেছে।