জুলাই মাসে বহু সংখ্যাক রেশন কার্ড বাতিল, লিস্টে আপনার নাম নেই তো দেখে নিন।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে অতি মহামারী করোনার সময় থেকে সরকার বিনামূল্যে রেশন পরিষেবা দিয়ে আসছে। এই বিনামূল্যে রেশন পরিষেবাটি বন্ধ হওয়ার কথা এই বছর ডিসেম্বর মাসে (২০২৩) । বিনামূল্যে রেশন পরিষেবা দিতে সরকারের কোষাগার থেকে প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে । বিনামূল্যে রেশন পরিষেবার কারণে প্রায় কয়েক কোটি ভারতবাসী উপকৃত হচ্ছে।

রেশন তুলতে গেলে প্রত্যেক ফেমিলির এক জনকে বায়োমেট্রিক দিয়ে যাচাই করা হলেও ভুয়ো রেশন কার্ড এর রমরমা বেড়ে চলেছে। আমরা অনেক সময় দেখতে পায় মৃত ব্যক্তির নামে রেশন আসা থেকে শুরু করে একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড, যার লাভ সরাসরি রেশন উপভোক্তারা না পেলেও রেশন ডিলাররা পাচ্ছে কারণ গ্রামের সাদাসিদে মানুষ অতোসতো বোঝেনা।

সরকারের কাছে একাধিক অভিযোগ আসার ফলে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সরকার প্রায় দু-কোটি ভুয়ো রেশন কার্ডকে চিহৃত করেছে। এবার রেশন কার্ড এর সঙ্গে আধার কার্ড লিঙ্গ এর মাধ্যমে সমস্ত ভুয়ো রেশন কার্ডকে বেছে ফেলতে যাচ্ছে সরকার।

যে সমস্ত ভুয়ো রেশন কার্ড সরকার বন্ধ করে দিয়েছে তার যথা উপযুক্ত তথ্য দিলে আবার সরকার চালু করে দেবে। প্রায় দু কোটি ভুয়ো রেশন কার্ড সনাক্ত করার ফলে সরকারের প্রচুর টাকা সাশ্রয় হচ্ছে। এই ভুয়া রেশন কার্ড শনাক্ত করতে রেশন কার্ডের সাথে আধার লিঙ্গ একান্ত প্রয়োজন, কারণ এই লিঙ্গ এর মাধ্যমে ভুয়ো রেশন কার্ড শনাক্ত করা খুবই সহজ।

🔥আরও পড়ুনঃ-

👉 জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে ১২টি নতুন নির্দেশিকা।

কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে ?

আগামী জুলাই মাস থেকে রাজ্য সরকার ভুয়ো রেশন কার্ড এর বিরুদ্ধে বড় ব্যবস্থা নিতে চলেছে। যার মাধ্যমে বহু সংখ্যক রেশন উপভোক্তার রেশন কার্ড বাতিল হতে পারে। তারা আর ফ্রিতে রেশন পাবেনা। সরকার রেশন কার্ডের সাথে আধার লিঙ্গ বাধ্যতা মূলক করলেও এখন পর্যন্ত অনেক মানুষ তা করেনি। এই লিঙ্ক এর সর্বোচ সীমা ২০২৩ সেপ্টেম্বর করা হয়েছে।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে যাদের রেশন কার্ড – আধার লিঙ্ক নেই তাদের রেশন জুলাই মাস থেকে বন্ধ হয়ে যাবে, আর যদি পরে ওই উপভোক্তা লিঙ্ক করে নেই তাহলে তাদের রেশন আগের মতো বহাল থাকবে। যে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এখন পর্যন্ত রেশন কার্ড – আধার লিঙ্ক করেনি, তাদের রেশন পরিষেবা চালুরাখতে এখনি লিঙ্ক করে নিন। এর আগেও সরকার বহু সংখ্যাক রেশন কার্ডকে বাতিল করেছে সঠিক তথ্য না দেবার কারণে।

আপনার রেশন কার্ড চালু আছে কিনা কিভাবে চেক করবেন?

  • ১) প্রথমে আপনার ডিভাইসে (মোবাইল বা কম্পিউটারে) Food & Supplies এর অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in তে যেতে হবে।
  • ২) একে পার আপনাকে Ration Card অপশনতে ক্লিক করতে হবে।
  • ৩) Check The Status of Your Ration Card এর উপর ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে।
  • ৪) এবার আপনার Ration Card No ও Ration Card এর Category অর্থাৎ AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II এর যেটা আপনার Ration Card তে আছে সেটিকে এন্ট্রি করুন।
  • ৬) Captcha টি পূরণ করে Search বাটনে ক্লিক করুন।
  • ৭) আপনার রেশন কার্ডটি আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক আছে কিনা তা আপনি দেখতে পারবেন ।

Leave a Comment