৩০ জুন তো পেরিয়ে গেল, প্যান কার্ড চালু আছে না বন্ধ হয়ে গেছে কি করে চেক করবেন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

30 শে জুন 2023 ছিল প্যান আধার লিঙ্কের (PAN Aadhaar Link) শেষ তারিখ, যাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই তাদের প্যান কার্ড 1 জুলাই থেকে বন্ধ হয়েগেছে। আমার অনেকে প্যান আধার লিঙ্ক করেও সন্দেহ প্রকাশ করি, আদৌ আমাদের প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক (PAN Card Aadhaar Card Link) আছে তো? তাহলে আপনাদেরকে বলে রাখি আমাদের এই পোস্টির মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ যাচাই করতে পারবেন আপনার প্যান কার্ড চালু আছে না বন্ধ হয়ে গেছে।

প্যান কার্ড চালু আছে না বন্ধ হয়ে গেছে কি করে চেক করবেন স্টেপ বাই স্টেপ?

  • আপনার প্যান কার্ড চালু আছে না বন্ধ হয়ে গেছে তা আমাদের দেওয়া নিচের পদক্ষেপগুলি অনুসরণ করলে সহজে জানতে পারবেন-
  • প্রথমে আপনাকে প্যান কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ তে যেতে হবে।
  • হোম পেজে উপর ক্লিক করলে Quick Links-এর ড্যাস বোর্ড এর মধ্যে Verify Your PAN অপশনটিকে ক্লিক করতে হবে।
  • একটি নতুন পেজ খুলবে যেখানে Verify Your PAN লেখা থাকবে, আপনাদের প্যান কার্ড এর সমস্ত তথ্য দিতে হবে।
  • এর পর আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপি সাবমিট করে ক্লিক করলে আপনি আপনার প্যান কার্ড এর অবস্থান জানতে পারবেন অর্থাৎ চালু আছে না বন্ধ হয়ে গেছে।

🔥আরও পড়ুনঃ-

👉 রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পদে কৃষি দপ্তরে নিয়োগ

বন্ধ হওয়া প্যান কার্ড কি আর চালু করা যাবে?

সরকার 1000 টাকা ফাইন সহ 30 শে জুন পর্যন্ত প্যান আধার লিঙ্কের (PAN Aadhaar Link) শেষ সময় নির্ধারণ করে দিয়েছিল। আয় কর বিভাগের তরফ থেকে একটি নোটিশ মারফত জানানো হয়েছিল, যে সমস্ত ভারতীয় নাগরিকের প্যান আধার লিঙ্ক নেই 1 লা জুলাই থেকে সেই সমস্ত নাগরিকের প্যান কার্ড ইনএক্টিব হয়ে যাবে অর্থাৎ আর চালু থাকবে না।

সরকার আরো জানিয়েছে যাদের কার্ড ইনএক্টিব হয়ে যাবে তারা নতুন করে প্যান কার্ড তৈরি করতে পারবেনা, যে কারণে অনেক নাগরিক চিন্তায় পড়েছে, কারণ ব্যাঙ্কের এমন অনেক কাজ আছে যা প্যান কার্ড ছাড়া করা যায় না, যেমন বেশি সংখ্যক টাকা জমা বা তোলার ক্ষেত্রে ।

তবে এই সমস্ত নাগরিকদের জন্য বলে রাখি আপনাদের কোনো চিন্তা নেই আপনারা সহজে আপনাদের পুরানো প্যান কার্ডকে আবার এক্টিব করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা ফাইন দিয়ে প্যান আধার লিঙ্ক করাতে হবে, আবেদনের 30 দিন পরে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে যাবে।

Leave a Comment