IBPS clerk recruitment 2023: 6000+ শূন্য পদে ব্যাংকে ক্লার্ক নিয়োগ

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

অনেকের প্যাশন থাকে ব্যাঙ্কে চাকরি করার, তাও আবার যদি হয় সরকারি ব্যাঙ্ক। IBPS (ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন) সংস্থাটি ব্যাঙ্কের ক্লার্ক নিয়োগের একটি নোটিশ জারি করেছেন, যেখানে উল্লেখ আছে 6000+ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে। IBPS -এর তরফ থেকে প্রতি বছর সরকারি ব্যাঙ্কের কর্মী নিয়োগ করা হয় । এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন, ব্যাঙ্কের ক্লার্ক নিয়োগের আবেদনের প্রসেস, বয়েস সীমা, এক্সাম পদ্ধতি ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্য।

ব্যাংকে ক্লার্ক নিয়োগের পরীক্ষার জন্য কারা আবেদন করতে পারবে?

যেকোন শাখা থেকে গ্রেজুয়েশন কমপ্লিট করা প্রার্থীরা এই IBPS Clark Exam তে বসতে পারবে । এছাড়া পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এই পরীক্ষায় বাসার জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন কারীকে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট cgrs.ibps.in তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগের জন্য কোনো রকম অফলাইন আবেদনের ব্যবস্থা নেই।

IBPS Clerk নিয়োগের আবেদনের শুরু ও শেষ তারিখ:

এই আবেদন পর্ব চালু হবে ২০২৩ জুলাই মাসের ১ তারিখ থেকে যেটি চলবে ২০২৩ এর জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত। আর আবেদন ফ্রিসটি ২০২৩ জুলাই মাসের ১ তারিখ থেকে জুলাই মাসের ২১ তারিখ -এর মধ্যে জমা করতে হবে।

IBPS Clerk নিয়োগের পরীক্ষার পদ্ধতি :

দুটি ধাপে এর এক্সাম হবে একটি হবে প্রিলিমিনারী আর অপরটি হবে মেন। নিদিষ্ট কোনো পরীক্ষার তারিখ উল্লেখ করা না হলেও প্রিলিমিনারী এক্সামটি হবে ২০২৩ আগস্ট মাসে আর মেন এক্সামটি হবে ২০২৩ এর অক্টোবরে। আসা করা যাচ্ছে ফ্রম ফিলাপ চলাকালীন আপনারা এই পরীক্ষার নিদিষ্ট দিন সম্পর্কে জানতে পারবেন।

🔥আরও পড়ুনঃ-

👉 PM কিষাণ সম্মান নিধির 14 তম কিস্তির টাকা কবে ঢুকবে চেক করুন

IBPS Clerk নিয়োগের মাধ্যমে সরকারি কোন কোন ব্যাঙ্কে চাকরি হবে?

IBPS Clerk নিয়োগের মাধ্যমে আপনারা বিভিন্ন সরকারি ব্যাঙ্ক যেমন- Bank of Baroda, Bank of India, Bank of Maharashtra, Canara Bank, Central Bank of India, Indian Bank, Indian Overseas Bank, Punjab National Bank, Punjab and Sind Bank, UCO Bank, Union Bank of India -তে চাকরি পাবেন।

2023 IBPS ক্লার্ক নিয়োগের মোট শূন্যপদ

IBPS ক্লার্ক নিয়োগের শূন্য পদ IBPS তারা তাদের অফিসিয়াল নোটিসের মাধ্যমে প্রকাশ করেছেন। যেখানে উল্লেখ আছে Clark অর্থাৎ কেরানি ক্যাডার পদে মোট ৬,০৩৫ জনকে নিয়োগ করা হবে।

প্রার্থীর বয়েস কতো বছর হতে হবে ?

প্রার্থীর বয়েস ১ জুলাই ২০২৩ অনুসারে ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে, যে সুবিধা গুলি ওই বিশেষ প্রার্থীরা তাদের দেওয়া ডকুমেন্ট -এর উপর ভিত্তি করে পাবে।

IBPS ক্লার্ক 2023 আবেদন বাবদ কতো টাকা ফি দিতে হবে?

IBPS Clerk নিয়োগের পরীক্ষায় বসতে গেলে আপনাকে অনলাইনে Fee টি জমা করতে হবে, সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেডকে দিতে হবে 850 টাকা, এবং SC/ST/PWD ক্যান্ডিডেডদের জন্য অনলাইনে 175 টাকা জমা করতে হবে। একবার জমা হয়ে গেলে সেই টাকা আর ফিরে পাওয়া যাবেনা।

কোন ভাষায় পরীক্ষা হবে?

প্রার্থীদের এই পরীক্ষায় বাসার জন্য বিশেষ সুবিধা রয়েছে কারণ এখানে তারা যথাক্রমে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে পারবে। তাই পশ্চিমবঙ্গের প্রার্থীদের ভাষার ক্ষেত্রে কিছুটা হলেও এডভান্টেজ পাওয়া যাবে। পরীক্ষার সিট পশ্চিমবঙ্গের প্রায় ২৩ টি জেলায় থাকবে, তাই প্রার্থীদের পরীক্ষায় এটেন্ড করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না।

অফিসিয়াল নোটিশ – দেখুন

Leave a Comment