চাকরি প্রার্থীদের জন্য বড় খবর IIT খড়গপুরে একাধিক শূন্য পদে নন-টিচিং স্টাফ নিয়োগ। যেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। IIT -র অফিসিয়াল ওয়েবসাইট www.iitkgp.ac.in এর তরফ থেকে ৫-ই জুলাই ২০২৩ -তে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
দেশের সমস্ত স্থানের যোগ্য চাকরি প্রার্থীরা, এই চাকরি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবে। চলুন জানা যাক IIT খড়গপুরের তরফ থেকে এই নিয়োগটি কোন কোন পোস্টের জন্য করা হবে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়েস, আবেদনের পক্রিয়া, আবেদন ফি ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য।
IIT খড়গপুরে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং শূন্য পদ কত?
IIT খড়গপুরের এই নিয়োগ গুলো জুনিয়র এসিস্টেন্ট, সিকিউরিটি ইন্সপেক্টর, ড্রাইভার Grade-II, জুনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার,
মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান বা জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট,স্টাফ নার্স, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন এসিস্টেন্ট, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার Gr-II পোস্টে করা হবে।
২০টি শূন্য পদে জুনিয়র এসিস্টেন্ট, ৫টি শূন্য পদে সিকিউরিটি ইন্সপেক্টর, ৬ টি শূন্য পদে ড্রাইভার Grade-II, ১৯টি শূন্য পদে জুনিয়র এক্সিকিউটিভ,৫টি শূন্য পদে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার,৩০টি শূন্য পদে জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট,২২টি শূন্য পদে জুনিয়র ইঞ্জিনিয়ার,
১টি শূন্য পদে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ২৩টি শূন্য পদে জুনিয়র টেকনিশিয়ান বা জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ১২টি শূন্য পদে স্টাফ নার্স, ২টি শূন্য পদে সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন এসিস্টেন্ট, ৫টি শূন্য পদে ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর,এবং ৩টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার Gr-II নিয়োগ করা হবে।
🔥আরও পড়ুনঃ-
👉 UPSC Recruitment 2023: UPSC -র মাধ্যমে একাধিক শূন্য পদে কেন্দ্র সরকারি কর্মী নিয়োগ
প্রার্থীর বয়সসীমা
এই সমস্ত পদে নিয়োগের জন্য প্রার্থীর সর্ব নিম্ন বয়েস ১৮ বছর, এবং সর্বোচ্চ বয়স কোনো পোস্টের ক্ষেত্রে ২৫ বছর আবার কোনো পোস্টের ক্ষেত্রে ৩০ বছর। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযারী বয়েসের ছাড় রয়েছে।
মাসিক বেতন
এখানে একাধিক পোস্টে নিয়োগ করা হবে, তাই বিভিন্ন পোস্ট অনুযায়ী পে স্কেল আলাদা আলাদা হবে, তবে সর্বনিম্ন মাসিক বেতন 21,700 টাকা থেকে সর্বোচ্চ মাসিক বেতন 35,400 টাকা পর্যন্ত হবে।
কিভাবে আবেদন করবে?
প্রার্থীকে IIT -র অফিসিয়াল ওয়েবসাই erp.iitkgp.ac.in তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে একটি ভ্যালিড ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে, তারপর প্রার্থীর সমস্ত তথ্য দিয়ে অনস্কিন ফর্মটি ফিলাপ করে অনলাইনে নির্দিষ্ট আবেদন মূল্য দিয়ে সাবমিট করতে হবে।
আবেদন ফি
জেনারেল ও OBC ক্যাটাগরির সমস্ত পুরুষ চাকরি প্রার্থীকে 500 টাকা। SC, ST, PWD, এবং মহিলা চাকরি প্রার্থীকে 250 টাকা করে আবেদন ফি অনলাইনে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনটি গ্রহণ ৫ই জুলাই ২০২৩ থেকে চলছে যা জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত চলবে।
অফিসিয়াল নোটিশ – Download Now