Karmai Dharma Scheme: নতুন প্রকল্পে পশ্চিমবঙ্গের 2 লক্ষ বেকার যুবক-যুবতীরা পাবে মোটরসাইকেল।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা এবার পেতে চলেছে কর্মই ধর্ম প্রকল্পের (Karmai Dharma Scheme) সুবিধা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সুবিধার্থে প্রায় সময় কোন না কোন জনকল্যান মূলক প্রকল্পের সূচনা করে থাকেন, যেমন ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প ইত্যাদির মতো প্রকল্প যেখানে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা অর্থ, সাইকেল, মোবাইল ইত্যাদি পেয়ে থাকে।

আবার মহিলা ও পুরুষদের জন্য রয়েছে লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী ইত্যাদির মতো প্রকল্পের সুবিধা। এবার যে সমস্ত রাজ্যবাসী কোন ব্যবসা করছে বা নতুন করে কোন ব্যবসা শুরু করতে যাচ্ছে,  তাদের জন্য এই কর্মই ধর্ম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রায় দু লক্ষ  রাজ্যবাসী মোটরসাইকেল পাবে। এই পোস্টির মাধ্যমে জানতে পারবেন প্রকল্পটি কবে থেকে শুরু হবে, কারা সুবিধা পাবে, কবে থেকে আবেদন প্রসেস শুরু এবং শেষ হবে প্রভৃতি বিষয়ে বিস্তারিত তথ্য।

পশ্চিমবঙ্গের কর্মই ধর্ম প্রকল্পটা কি?

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে, তাই সরকার কর্মই ধর্ম প্রকল্পটি চালু করতে চলেছে, যে সমস্ত যুবক-যুবতীরা ব্যবসা বাণিজ্য করছে বা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে তারা এই প্রকল্পের মাধ্যমে সরাসরি লাভবান হবেন। সরকার কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে লোনের ব্যবস্থা করে দেবে যাতে যুবক-যুবতীরা সহজে মোটরসাইকেল কিনতে পারে। সরকারের সহযোগিতায় কেনা এই মোটরসাইকেলর মাধ্যমে যুবক-যুবতীরা যাতে তাদের ব্যবসা বাণিজ্যকে উন্নতি করতে পারে, এই হল সরকারের মূল লক্ষ্য।

🔥আরও পড়ুনঃ-

👉 ২০২৩ সালের নতুন ভোটার লিস্ট কিভাবে চেক বা ডাউনলোড করবেন?

কর্মই ধর্ম প্রকল্পের সুবিধা কারা পাবে?

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সুবিধাভোগীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, যারা নতুন ব্যবসা করছে বা ব্যবসা করার জন্য উদ্যোগ নিচ্ছে তারাই কর্মই ধর্ম প্রকল্পের মাধ্যমে তাদের ইচ্ছে মতো মোটরসাইকেল বা স্কুটি কিনতে পারবে।

কর্মই ধর্ম প্রকল্পটি কবে থেকে শুরু হবে?

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রকল্পটি এ-বছর সেপ্টেম্বর মাস থেকে চালু হতে পারে, যার আবেদনের কাজ অনির্দিষ্টকালের মতো চলবে।

কর্মই ধর্ম প্রকল্পটির আবেদন কি ভাবে করবেন?

এই প্রকল্পটির আবেদন করার জন্য আপনাকে পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে এর নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। ওই ফর্ম ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে পুনরায় ওই নির্দিষ্ট পঞ্চায়েত অথবা পৌরসভাতে গিয়ে জমা করতে হবে। এখনো পর্যন্ত যা খবর এই ফর্ম ফিলাপ প্রসেসটি হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এখানে অনলাইনের কোন বাবস্থা নেই।

কর্মই ধর্ম প্রকল্পটির আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্মের প্রমান পত্র, শিক্ষাগত যোগ্যতার নথি স্বরূপ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, দুটি পাসপোর্ট সাইজের কালার ফটো

Leave a Comment