Land Aadhaar Link: সমস্যা এড়াতে এখনি আপনার জমির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নিন।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

জায়গা জমি নিয়ে সমস্যা চিরতরে লেগে রয়েছে, কারোর জায়গা নিজের নামে লিখে নেওয়া থেকে শুরু করে কারোর জায়গা দখল করে নেওয়া সবই চলছে। এমনকি একই জায়গা একাধিক ব্যাক্তির কাছে বিক্রয় হবার মতো ঘটনা ঘটে থাকে। এই সমস্ত কথা মাথায় রেখে সরকার জমির দলিল -এর জন্য একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে।

এবার থেকে জায়গা জমি নিয়ে কেউ আর জালিয়াতি করতে পারবেন না। জমির জাল রেজিস্ট্রি বন্ধ করতে রাজস্ব বিভাগ একটি বড় পরিবর্তন করতে যাচ্ছে যেখানে কেউ চাইলেও জাল রেজিস্ট্রি বা বেনিয়মে জমির খাজনার রসিদ কাটতে পারবে না। একারনে সরকার আধার কার্ডের সঙ্গে জমিকে সংযুক্ত করতে চলেছে।

সরকারের তরফ থেকে রাজস্ব বিভাগের কর্মচারীদেরকে এবিষয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা তাদের জমি সংক্রান্ত সমস্ত রকম সমস্যা গুলির সমাধান করতে, এখন থেকেই জমির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নেয়।

কি ভাবে জমিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করা হবে?

সরকারের তরফ থেকে রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরকে জানানো হয়েছে যে জমির জন্য খাজনা দেয় এমন জমির মালিকে জমির কাগজের সাথে আধার কার্ডের লিঙ্ক করার ব্যপারে জানাতে হবে।

এর জন্য জমির মালিককে জমির খাজনার রাশিদ, আধার কার্ড এর জেরক্স এবং সঙ্গে মোবাইল ফোন নিয়ে আসতে হবে। রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তররের কর্মচারীরা মোবাইল নাম্বার দিয়ে জমির মালিকের জমির কাগজের সাথে আধার কার্ডের লিঙ্ক করে দেবে।

🔥আরও পড়ুনঃ-

👉 Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড় আপডেট, জারি হল নয়া বিজ্ঞপ্তি

জমিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করার ক্ষেত্রে কি কি সমস্যা হয়?

সরকারি রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তর এমন অনেকগুলি জমি পেয়েছে, যার জমির মালিক এখন আর বেঁচে নেই, কিন্তু জমির মালিকের নামে এখনো পর্যন্ত জমির খাজনা কাটা হচ্ছে। কারোর বা দখল করা জমি রয়েছে, যা এখনো পর্যন্ত তার মালিকের নামে খাজনা কাটা হচ্ছে।

এই রকম সমস্যাকে মোকাবিলা করার জন্য জমির মালিকের নিকটতম আত্মীয়ের আধার কার্ডের সঙ্গে জমির লিঙ্ক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারের এই পরিকল্পনা সফল হলে জমি সম্বন্ধীয় অনেক সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে।

জমিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করার জন্য সরকারের কি কি সুবিধা হবে?

এমনিতে কোনো জমি, বাড়ি, এবং ফ্ল্যাট কিনতে গেলে ক্রেতা বা বিক্রেতার গুরুত্বপূর্ণ নথি হিসাবে আধার কার্ড নেওয়া হয়। এবার থেকে জমি কেনার ক্ষেত্রে জমির কাগজের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতা মূলক হয়ে গেছে। সম্প্রতি আমরা খবরের মাধ্যমে দেখতে বা জানতে পাচ্ছি, নামে বেনামে অনেকের সম্পত্তি রয়েছে যা ধারা পড়ছে।

জমিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিলে এই দুর্নীতি গুলিকে সরকারের পক্ষে ধারাটা খুবই সহজ থেকে সহজতর হয়ে যাবে। সরকারের দুর্নীতি মুক্ত ভারত গড়ার লক্ষ্য অনেকটা বাস্তবায়িত হবে। এছাড়া ভারতের সৎ নাগরিকরা জমি-জমা ঘটিত অনেক সমস্যা থেকে মুক্তি পাবে।

Leave a Comment