Medhashree Scholarship 2023: পশ্চিমবঙ্গের পড়ুয়ারা পাবে মেধাশ্রী স্কলারশিপের টাকা।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Rate this post

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালানোর জন্য কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো একাধিক প্রকল্প চালু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এ-বছর ২৬ শে জানুয়ারি ২০২৩ তে রাজ্যে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ ওবিসিদের জন্য একটি স্কলারশিপ প্রকল্পে উদ্বোধন করেন, এই প্রকল্পটি মেধাশ্রী প্রকল্প নামে পরিচিত।

মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship) কি?

সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের স্কুল ছুট বন্ধ করতে সরকার মেধাশ্রী প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা আর্থিক সাহায্য পাবে। প্রকল্পটি সম্পূর্ণরূপে দেখভাল করবে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ। রাজ্যের প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ওবিসি পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবে।

মেধাশ্রী স্কলারশিপ পেতে গেলে শিক্ষার্থীর কেমন যোগ্যতা লাগে?

মেধাশ্রী স্কলারশিপের টাকা পেতে গেলে শিক্ষার্থীকে অনগ্রর শ্রেণী অর্থাৎ ওবিসি অন্তর্ভুক্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া হতে হবে, সেই সঙ্গে পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের সরকারি কোন স্কুল বা সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের পড়ুয়া হতে হবে। এই পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে থাকতে হবে। যদি অন্য কোন সরকারি প্রকল্প বা বেসরকারি প্রকল্পে সুবিধা ওই পড়ুয়া পেয়ে থাকে সেক্ষেত্রে মেধাশ্রী স্কলারশিপের টাকা পাবেনা।

🔥আরও পড়ুন »

👉 ইন্টারভিউ এর মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা ওএনজিসি -তে মেডিকেল অফিসার নিয়োগ

মেধাশ্রী স্কলারশিপ পেতে কিভাবে আবেদন করবে?

মেধাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট http:// wbmdfscholarship.org যেতে হবে, এবং তারপরে শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হলে লগইন করে শিক্ষার্থীর নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, জেলার নাম, ব্লকের নাম ইত্যাদি দিয়ে পূরণ করতে হবে।

মেধাশ্রী স্কলারশিপে পড়ুয়াকে কত টাকা দেওয়া হবে?

মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ওবিসি পড়ুয়ারা বাৎসরিক ৮০০ টাকা করে বৃত্তি পাবে। যদি কোন পড়ুয়া এক শ্রেণীতে একাধিক বছর থেকে যায় তাহলে সেই পড়ুয়া যেকোন একটি শ্রেণীর জন্য কেবলমাত্র একবারই টাকা পাবে, একাধিক বার নয়।

মেধাশ্রী স্কলারশিপের আবেদনের জন্য কী কী নথি লাগে?

মেধাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীকে তার বাবা-মায়ের অনগ্ররশ্রেণী অর্থাৎ ওবিসি (OBC) সার্টিফিকেট। পরিবারের ইনকাম সার্টিফিকেট, যেটি পঞ্চায়েত থেকে নেওয়া যাবে। পরিবারের একটি বৈধ মোবাইল নম্বর এবং সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এছাড়া আবেদনকারীর আধার কার্ড নম্বরটা লাগবে আবেদন করার জন্য।

Leave a Comment